বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাওলানা সাদ ইস্যুতে একাত্তর জার্নালে বিশেষ টকশো (ভিডিও)

 

https://www.facebook.com/Khutbath/videos/1933541616862671/

Default Ad Content Here

খুৎবাঃ  তাবলিগ জামাত ও মাওলানা সাদ কান্ধলভিকে কেন্দ্র করে গতকাল সারাদিন ঢাকা ছিল উত্তাল। গতকাল একাত্তর টিভির টকশোতেও আলোচনার বিষয় ছিল তাবলিগ জামাত ও মাওলানা সাদ।

টকশোতে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। মোবাইল ফোনে অংশ নেন বিশ্ব ইজতেমায় আগত বিদেশি অতিথিদের তত্ত্বাবধায়ক মাহাবুব খান। এছাড়াও আরও দুজন উপস্থিত ছিলেন টকশোতে।

টকশোর আলোচনায় মুফতি ফয়জুল্লাহ বলেন, তাবলিগ জামাত ও তাদের মুরব্বিদের নিয়ে আমাদের কোনো সংঘর্ষ নেই কোনো মত বিরোধও নেই। বিরোধটা হলো এমন একজন মানুষকে নিয়ে যিনি নতুন মতবাদ সৃষ্টি করতে চাচ্ছেন।

তার অসংখ্য মতবাদ নিয়ে আপত্তি আছে যার ব্যাপারে তার কাছে ব্যাখ্যা ও রুজুর ব্যাপারে বলা হয়েছিল কিন্তু তিনি তা করেননি।

অপরদিকে ইজতেমায় আগত বিদেশি অতিথিদের তত্ত্বাবধায়ক মাহাবুব খান বলেন, সারা বিশ্বে তাবলিগ জামাত বাধাহীনভাবে চলছে, আমেরিক কানাডায়ও চলছে। এখানে ভাবমূর্তি নষ্ট করা উচিত নয়। সরকার এবং প্রশাসনের অনেকেই মত দিয়েছেন এ জন্য তিনি এসেছেন।