বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
পোপ বলেছেন,
বাংলাদেশ থেকে তিনি কোন হাদীয়া নিবেন না ৷
তবুও ছোট্ট একটা কবিতা হাদীয়া দিলাম পোপকে ৷
লিখেছেন-
স্বপ্নবাজ তরুণ Salman Mohammad ভাই!
পোপ! তোমার প্রতি হাজারো ধিক্কার।
মানবতার কান্নায় তোমার হৃদয় ভেঙ্গে ভেঙ্গে ওঠে না।
তুমি হিংস্র দানবদের আশ্রয়ে শান্তি খুঁজে খুঁজে ফিরো।
তোমার কণ্ঠ ও প্রচেষ্টা খুনিদের বাঁচাতে সোচ্চার
তোমার প্রচেষ্টা-শ্রম ধোঁকা শান্তির ধোঁয়া উড়িয়ে
মানবতায় আগুন জ্বালাতে ব্যয় হয়।
পোপ তোমাকে হাজারো ধিক্কার!
পোপ তুমি কোনদিন খুনি বৃটিশ-মার্কিনিদের বিরুদ্ধে কথা বলো নি।
পোপ, তুমি কোনদিন তোমার দেশের হিংস্র শাসকের বিরুদ্ধে কথা বলো নি, যারা নারী-শিশু হত্যায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে।
পোপ তোমাকে হাজারো ধিক্কার।
তুমি মুসলিমদের ধ্বংস করতে তৎপর।
পোপ তোমাকে হাজারো ধিক্কার
তুমি মুসলিমদের চিৎকার আর
হাহাকার বাড়াতে তৎপর।
পোপ তোমাকে হাজারো ধিক্কার।
পোপ তোমার প্রতি হাজারো ধিক্কার।