বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এই মুহূর্তে ঢাকা ছাড়ুন! নাহয় চরম লাঞ্ছিত হয়ে বের হতে হবে আপনাকে!

এই মুহূর্তে ঢাকা ছাড়ুন!
নাহয় চরম লাঞ্ছিত হয়ে বের হতে হবে আপনাকে!

Default Ad Content Here

মুফতী হাবিবুর রহমান মিছবাহ 

অনেকে অনুরোধ জানাচ্ছেন যেনো সা’দ সাহেব ও বর্তমান অস্থিরতা নিয়ে দিক-নির্দেশনামূলক একটা আর্টিকেল লিখি। কিন্তু আমার সে যোগ্যতা আছেরে ভাই!

যে‌ই সা’দ সাহেব সমস্ত ওলামায়ে কেরামের সিদ্ধান্ত উপেক্ষা করে ঢাকায় এসছেন, সে বা তার অনুসারীদের জন্য আমার কোনো দিক-নির্দেশনা থাকতে পারে? থাকলেও কি তারা মানবেন? বরং আমাদের মুরব্বীদের যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তাকে শুধু এতোটুকুন বলতে পারি- ‘এই মুহূর্তে ঢাকা ছাড়ুন! নাহয় চরম লাঞ্ছিত হয়ে বের হতে হবে আপনাকে’!

এটা সৌহার্দ্যের দেশ, সম্প্রিতির দেশ, ভালোসার দেশ, এই দেশে আপনি একজন ব্যক্তির জন্য বিশৃংখলা মেনে নেয়া হবে না। দেশের এই নাজুক পরিস্থিতির জন্য আপনিই দায়ী! আপনার দোষররা দায়ী! হ্যাঁ, হ্যাঁ!! আপনি ও আপনারাই দায়ী!!!

অপরদিকে আমাদের মুরব্বীদের তদারকিতে মাদরাসার ছাত্র-শিক্ষক রাজপথে। উদ্দেশ্য- ব্যক্তি সা’দকে প্রতিহত করা। যেখানে মুরব্বীদের সিদ্ধান্ত রয়েছে, সেখানে আমার কথা বলার কোনো সুযোগ নেই। বরং মুরব্বীদের সিদ্ধান্ত মানতে আমিও বাধ্য। কেননা, আমি যে তাঁদেরই সন্তান। তাঁদেরই অনুসৃত পথ অনুসরণকারী এক নওজোয়ান।

এতোটুকুন পরামর্শ থাকবে- আমরা জানি তিনটা জিনিস হেফাজত করলে মোটামুটি নিরাপদ। যথা- জিহ্বা, চক্ষু ও লজ্জাস্থান। আমার পরামর্শ থাকবে আরো একটা জিনিস নিয়ন্ত্রণ করার, আর সেটা হলো- ‘ফেসবুকের কী-বোর্ড’

 

হাবিবুর রহমান মিছবাহ 

ফেইসবুক ওয়াল থেকে

Archives

July 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031