শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘সন্ত্রাসী ও দখলদার’ বলে অভিহিত করেছেন বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান প্রভাবশালী নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
এরদোগান বলেন, হে নেতানিয়াহু! তুমি দখলদার। ফিলিস্তিনি ভূমিতে তুমি দখলদার হিসেবেই আছেন। একইসঙ্গে তুমি একজন সন্ত্রাসীও।
গত শুক্রবার ভূমি দিবস উপলক্ষে গাজা সীমান্তের কাছে ফিলিস্তিনিদের অবস্থান কর্মসূচির ওপর সেনাদের বর্বর হামলার পর এরদোগান এ কথা বললেন। শুক্রবারের হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি মুসলমান শহীদ ও ১,৫০০ আহত হয়েছেন।
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা শহরে দেয়া বক্তব্যে এরদোগান রবিবার এসব কথা বলেন। তার এ বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
তিনি বলেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল যা করছে তা ইতিহাসের অংশ হবে এবং আমরা তা কখনো ভুলব না।
শুক্রবার ফিলিস্তিনিরা ৪২তম ভূমি দিবস পালন করেন। ১৯৭৬ সালে ইসরায়েল দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে ছয় ফিলিস্তিনি শহীদ হন। মর্মান্তিক এ ঘটনার স্মরণে ফিলিস্তিনিরা দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছেন।