শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
মিসওয়াক
১। প্রত্যেক সলাতে,
যেমন নাবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
‘‘আমি যদি আমার উম্মাতের জন্য কঠিন হতে পারে মনে না করতাম তাহলে আমি তোমাদেরকে প্রত্যেক সলাতের জন্য মিসওয়াক করার নির্দেশ দিতাম।’’[1]
২। ঘরে প্রবেশ করে। [2]
৩। ঘুম থেকে জেগে উঠে। [3]
৪। কুরআন পাঠ করার সময়।
৫। যখনই মুখের গন্ধ পরিবর্তন হয়।
৪। ওযু করার সময়। [4]
[1] আল বুখারী হা/৮৮৭, মুসলিম হা/২৫২ ।
[2] মুসলিম হা/২৫৩ ।
[3] আল বুখারী হা/২৪৫ মুসলিম হা/২৫৫ ।
[4] মুসনাদে আহমাদ, ১০ জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের হাদীস/৭।