বৃহস্পতিবার, ১০ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গর্ভবতী মুহাজির বোনদের যে খিদমতটি করা দরকার – শামসুদ্দোহা আশ্রাফী

গর্ভবতী মুহাজির

 

আমরা সবাই জানি মুহাজিরদের প্রয়োজনীয়তার শেষ নাই।কারণ তারা সব হারিয়ে খালি হাতে এখানে এসেছে। আলহামদুলিল্লাহ। আমাদের দ্বীনদার ভাইয়েরা বেশ খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আজ মুহাজির বোনদের একটি খিদমতের দিকে দৃষ্টি আকর্ষণ করব। মিডিয়ায় প্রাপ্ত সংবাদ এবং আমরা সরেজমিনে খবরাখবর নিয়ে নিশ্চিত হলাম যে,বোনদের একটা বৃহৎ অংশ গর্ভবতী।যাদের অনেকের স্বামী বার্মিজ সন্ত্রাসীদের হাতে শহিদ হয়েছেন।তারা নিজেরাও অসুস্থ শরির নিয়ে রাস্তায় যেয়ে বা সিরিয়াল ধরে ত্রাণ গ্রহণ করতে পারছেন না। তাই গর্ভকালীন সেবা দূরে থাক বাঁচার জন্য সামান্য সামানও জোগাড় করা তাদের জন্য অসম্ভব। ফলে আগত সন্তান ও নিজের স্বাস্থ্যগত চিকিৎসা ব্যয় বহনের কল্পনাও তারা করতে পারেন কিনা সন্দেহ।তাই কিছু নগদ টাকা তাদের হাতে দিলে যথাসময়ে সুচিকিৎসা করার সুযোগ পাবে। অবশ্য কাজটা একটু কঠিন। কারণ তাদের সংখ্যা গণনা, আবাস্থল চিনা, সত্যিই অসুস্থ কিনা? তা নিশ্চিত করার একটা বিষয় এখানে বিদ্যমান। তাছাড়া হাজারও বিপদগ্রস্ত মানুষের সামনে টাকা বের করে বিতরণ শুরু করলে বিব্রতকর পরিস্থিতির শিকার হওয়া অস্বাভাবিক কিছু নয়। এক্ষেত্রে যেকাজটা আমরা করেছি,আপনারাও করতে পারেন। প্রথমে ক্যাম্পে উপস্থিত হয়ে’মাঝি’দের (নেতা)ডেকে একটা লিস্ট করে নেয়া। তারপর ঘরে ঘরে গিয়ে নিজহাতে তাদের হাতে পৌঁছে দেয়া। আনসার ভাইদের কে এদিকে দৃষ্টিপাত করার অনুরোধ জানাচ্ছি।

Archives

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031