বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
১-বিসমিল্লাহ বলে ইন্টারনেট ব্যবহার শুরু করা। বিসমিল্লাহ বলে শুরু করলে ইনশা-আল্লাহ কেবল ভাল কাজেই আপনার ইন্টারনেট ব্যবহার হবে। কারণ, যে মুসলিম আল্লাহকে ভয় করে সে মুসলিম কখনোই আল্লাহর নাম নিয়ে খারাপ কাজে ইন্টারনেট ব্যবহার করতে পারে না।
২-দৃঢ় সংকল্প এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা ও দৃঢ়ভাবে পণ করা যে, শুধু ভালো কাজে ইন্টাননেট ব্যবহার করবো। শয়তানের হাত থেকে বাঁচতে আল্লাহর সাহায্য চাওয়া। এই সৎ উদ্দেশ্যই আপনাকে ইন্টারনেটেও ভাল কিছু করতে উদ্বুদ্ধ করবে। আর শয়তানের চেয়ে নিশ্চয়ই আপনার আন্তরিক দু‘আ আরও বেশি শক্তিশালী।
৩-কম্পিউটারে যে কোন ধরনের পর্নোগ্রাফী এবং হারাম কাজে প্ররোচনা দানকারী বিষয়কে ব্লক করে রাখার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা।
৪-বাসায় যে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ রয়েছে তা এমন স্থানে রাখা যাতে সবাই দেখতে পায়। এতে করে খারাপ কোন ওয়েবসাইট দেখার সুযোগ অনেক হারে কমে যাবে।
৫-একাকী অবস্থান করা থেকে বিরত থাকার চেষ্টা করা। কারণ, একাকী অবস্থানকারী মানুষকে শয়তান প্ররোচিত করার সুযোগ বেশি পায়। সৎ সঙ্গে, উত্তম চরিত্রের মানুষদের সাথে বেশি বেশি সময় কাটানোর চেষ্টায় থাকা।
মহান রব্বে কারীম! আমাদেরকে সব ধরনের অশ্লীলতা থেকে হেফাযত করুন, ইন্টারনেটকে ভাল কাজে ব্যবহার করার তাওফীক্ব দান করুন। আমীন