রবিবার, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আমিন আমিন ধ্বনিতে দু’আর মধ্য দিয়ে শেষ হলো তিন চিল্লার সাথীদের জোর

একদিন আগেই শেষ হলো তাবলিগ জামাতের জোড় ইজতেমা।

আজ সোমবার আসরের আগে মঞ্চ থেকে ঘোষণা করা হয়, মাগরিবের আগেই জোড় সমাপ্ত হবে। তখন টঙ্গী মাঠে অবস্থানরত তাবালিগের সাথীদের মাঝে নানারকম গুঞ্জন শুরু হয়।

Default Ad Content Here

মঞ্চের মাইক থেকে একদিন আগে জোড় সমাপ্তির কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি ।

আসরের নামাজের পর মাওলানা আব্দুর রশিদ সাহেবের সংক্ষিপ্ত হেদায়াতী বয়ান এবং মাওলানা জুবায়ের আহমদ সাহেবের মোনাজাতের মাধ্যমে এবারের জোড় শেষ হয়েছে।

স্বাভাবিকভাবে শুক্রবার বাদ ফজর শুরু হওয়া পাঁচদিনের এই জোড় আগামীকাল দুপুর পর্যন্ত চলবার কথা ছিল।

উল্লেখ্য, প্রতি বছরই তিনচিল্লার সাথীদের নিয়ে পাঁচদিনব্যাপী এই জোড় চলে আসছে। তবে এবারই প্রথম একদিন হাতে রেখে সমাপ্ত করা হয়েছে জোড় ইজতেমা। চিল্লার প্রস্তুতি গ্রহনকারী সাথীরা আজ বা আগামীকালের মধ্যেই ময়দান ছাড়বেন বলে জানা গেছে।

Archives

April 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930