মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

উত্তরবঙ্গ হোক শুদ্ধতার প্রতিক

ইমরান হুসাইন হাবিবীঃ উত্তরবঙ্গে এমনিতেই ইসলামী শিক্ষা তুলনা মূলক অনেক কম ৷ এমনও অনেক জেলা আছে , যেখানে ভালো একটা মাদরাসা বা দ্বীনি শিক্ষাকেন্দ্র নেই ৷ দাওরায়ে হাদিস মাদরাসা তো নেইই, এমনকি ভালো একটা হিফজ বিভাগ খুঁজে পাওয়াও মুশকিল ৷ যার কারণে উত্তরে সফর করলে দেখা যায়, অধিকাংশ ইমাম সাহেবদের তিলাওয়াত সহীহ না ৷ হিফজ ও মক্তব নুরানীর শিক্ষকদের তিলাওয়াত শুদ্ধ বা মান সম্পন্ন না ৷ আর এই দুর্বলতা আজ না, বরং যুগ যুগ ধরে এই অবস্থাই পরিলক্ষিত হয়ে আসছে ৷
বিশেষ করে কুড়িগ্রামের প্রায় সব থানা যেমন যাত্রাপুর, নাগেশ্বরী, কচাকাটা, ভুরুঙ্গমারী,ফুলবাড়ি, ও উলিপুর এসব থানার অনেক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি ৷ এই থানাগুলোতে প্রায় শতাধিক নুরানী মক্তব বা হিফজ বিভাগ রয়েছে (এর তালিকাও করা হয়েছে ) যাইহোক, ঘুরে ঘুরে আমরা বেশ কিছু বিষয়ের অভাব পেয়েছি, যে গুলো আমাদের কে ভাবিয়ে তুলেছে :-
ক, তিলাওয়াতের ব্যাপক অশুদ্ধতা ৷
খ, লেখা পড়ার মান একেবারেই খারাপ ৷
গ, বিভিন্ন বাতিল ফেরকার ভয়ানক তৎপরতা ৷
ঘ, দাওরায়ে হাদীস পর্যন্ত মাদরাসার অনুপস্থিতি ৷
ঙ, দ্বীনি প্রতিষ্ঠানগুলোর পারস্পারিক যোগাযোগ ও সমন্বয়ের অভাব ৷
চ, অর্থেক সংকট ও বিভিন্ন প্রতিকূলতা ৷
এ অবস্থায় মারকাজুল কুরআন আল ইসলামী এর উদ্যোগে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত মাশক ও শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয় ৷ প্রশিক্ষণটি ৩য় বারের মতো করা হচ্ছে আলহামদুলিল্লাহ ৷ ১ম বার বিশ দিন ব্যাপী ছিল, ৫০ জন ছাত্র ছিল ৷, ২য় বার তিন দিন ব্যাপী ১২০ জন ছাত্র ছিল আর এবার ইনশাআল্লাহ ৭দিন ব্যাপী ৷
প্রশিক্ষণের চাহিদা ও প্রয়োজনিয়তা অনেক ৷ তাদের আগ্রহও অনেক ৷ এতে প্রায় ১২০ জন অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ ৷ প্রথম দুবার নাগেশ্বরী থানার বড় মাদরাসা (নাগেশ্বরী কওমী মাদরাসা)তে অনুষ্ঠিত হয়েছে। আর এবার ফুলবাড়ি থানায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ( মারকাজের নিজস্ব কার্যালয়, কাশিপুর কলেজ মোড়, ফুলবাড়ি, কুড়িগ্রাম) পরবর্তিতে উলিপুর থানা থেকে আবেদন করছে ৷ সেখানে হতে পারে ।
এই প্রশিক্ষণ দ্বারা সম্মানিত ইমাম, মুআজ্জিন ও হিফজ, মক্তবের শিক্ষকের তিলাওয়াত শুদ্ধ হবে ৷ সহীহ শিক্ষা পাবে ৷ শিক্ষার মান উন্নত হবে ইনশাআল্লাহ ৷ সর্তক হবে ধর্মচোর সম্পর্কে ৷ এর দ্বারা আমাদের গ্রামে থাকা ভাইদের খুব উপকার হবে ৷ তাদের তিলাওয়াত ও নামাজ শুদ্ধ হবে ৷ সর্বোপরি এই সুবিধা বঞ্চিত মানুষ গুলো আল্লাহমুখী হবে ৷ জান্নাত মুখি হবে ৷ আমাদের সামান্য পরিশ্রমে প্রতি ওয়াক্তে অনেক মুসলিম ভাই এর নামাজ শুদ্ধ হবে ৷ প্রতি বছর শুদ্ধ পড়নেওয়ালা হাফেজে কুরআন ফারেগ হবে ইনশাআল্লাহ ৷
সুতরাং, কোন কিছুই একার পক্ষে সহজ হয় না ৷ তাই আপনার সার্বিক দোআ ও সহযোগীতা আমাদের প্রেরণা যোগাবে ৷ এবং সহজও হবে ইনশাআল্লাহ ৷
আল্লাহ আমাদের কে তার কিতাব কুরআনের খেদমত করার তাওফিক দান করুন ৷ আমিন ৷
যোগাযোগঃ
ইমরান হুসাইন হাবিবী

প্রতিষ্ঠাতা মুতাওয়ল্লী ও প্রিন্সিপাল

মোবাঃ 01781641808

 

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031