রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

কথিত পীর খাজাবাবা ফরিদপুরী নামক অাটরশী পিরের ভ্রান্ত অাকিদ্বা

 

Default Ad Content Here
অাটরশী পীরের ভন্ডামী ভ্রান্ত অাকিদ্বা
মুফতি বেনিয়ামিন আল মাদানী 

 

খুৎবাঃ কথিত পীর নামধারী বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী নামক অাটরশী পিরের ভ্রান্ত অাকিদ্বা অামরা অনেকই জানি না। অাসুন তাদের বইগুলি থেকে তাদের ভ্রান্ত অাকিদ্বা গুলি জানি

★ অাটরশী পীর সাহেব বলেন, অামাকে অামার পীর এনায়েতপুরী সাহেব বলেন বাবা তোর ভাল মন্দ সব অামার হাতে। তোর কোন ধরনের চিন্তা নেই (নাউযু্বিল্লাহ) প্রমান : ফরিদপুরী সাহেবের নসিহত ৩/১১।

★ অাটরশী পীর বলেন দুনিয়াতে সব ধরনের বিপদ অাপদ হয়তে রক্ষা করিবার ক্ষমতা পীর হাতে : নাউযু্বিল্লাহ /
প্রমান – হযরত ফরিদপুরী সাহেবের নসিহত ৬/ ৩৬ পৃষ্টা।

★ অাটরশী পীরের অাকিদ্বা মতে পরকালে মুক্তি পাবার জন্য ইসলাম ধর্ম গ্রহন করার দরকার নেই। যে কোন ধর্ম থেকেই মুক্তি পাওয়া সম্ভব / নাউযুবিল্লাহ
প্রমান : তাসাউফও তত্ত্বপর্ব – ১৪৭ পৃষ্টা।

★ তাদের মতে কবরে তাদের পীর অাগমন করে তাদেরকে তালিম দিবেন যাতে হাশরের মাঠে তারা পার পেয়ে যান ( নাউযুবিল্লাহ)
এছাড়া তাদের অনেক ভ্রান্ত অাকিদ্বা রয়েছে যা পরবর্তি তে লেখবো ইনশাআল্লাহ
অাল্লাহ র কাছে পানাহ চায় সমস্ত মুসলমানদের জন্য এসমস্ত বদ নিকৃষ্ট ভন্ড পথভ্রষ্ট পীরদের কাছ থেকে।

Archives

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031