শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রজব, ১৪৪৬ হিজরি
সন্তানের জন্য আমরাই আইডল, আমাদের দায়িত্ব আদায় হচ্ছে কি?
হাসান মুহম্মদ জামিল
————————————————
আমার মামনি যুহাইরাকে দিয়েই শুরু করি। গতকাল গোছল করতে আমরা বাপ বেটি বাথরুমে। ওর হাতে ব্রাশ দিয়ে আমি ছোট্ট কেচিটা হাতে নিলাম। কয়েকটা দাড়ি বড় হয়ে এদিক ওদিক চলে যাওয়ায় অসুন্দর দেখাচ্ছিল, বৈধ পরিমাণ কেটে সাইজ করছিলাম। এরমধ্যেই মামনির অবাক করা অভিব্যক্তি; বাবা বাবা দাড়ি কাটতে হয় না, মোচ কাটা যায়!
আমি জবাব দিলেও ভেতরে ভেতরে রবের শোকরিয়া আদায় করলাম। তার এই পবিত্র অনুভূতির তা’লীম ঘরেই, আলহামদুলিল্লাহ।
প্রিয় নবী সা. সে জন্যেই বলেছেন, বাবা মা-ই সন্তানের ভবিষ্যত গড়ে (হাদীসের ভাবার্থ)
সারাক্ষণ আমাদের সামনেই তারা বেড়ে উঠছে, পোশাক নির্বাচনে অথবা স্টাইলে অন্যকে অনুকরণ করতে চাইলেও তাদের প্রধান আইডল কিন্তু আমরাই। যাদের সাথে আমরা পরিচিত করাবো তারাও আইডল হয়, কিন্তু ভূমিকাটা আমাদেরই।
বড় আজব লাগে যখন সন্তানের সামনে কাউকে বিড়ি টানতে দেখি!
গালিও দেন অনেক বাবা মা!
আর টিভি সিনেমার কথা না-ই বললাম!
কীভাবে বাবা মেয়ে একসাথে নাটক সিনেমা দেখে!?
ওরা এভাবেই বেড়ে উঠছে, তার আইডলকে অনুকরণ করে করে। তার স্বভাব-চরিত্র গড়ছে শেখা পথেই।
হাসি পায় যখন এরাই আবার সন্তানের জন্য তাবীজ চায়!
নরম মাটিতে সহজেই আঁচর কাঁটা যায়, যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা আঁকা যায়, নিজের মতকরে সাজানো যায়।
একটু ভাবছেন কি আপনার সন্তান বা অনুজকে কীভাবে গড়ছেন?
মনে রাখবেন, আমরাই কিন্তু তাদের মূল আইডল।