রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
খুৎবাঃ আজ (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে হাটহাজারীর চারিয়া গ্রামের বৃহৎ মাঠে চট্টগ্রাম জেলার আঞ্চলিক ইজতেমা।
ইজতেমায় উপস্থিত হয়েছেন বিদেশি মেহমানসহ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান।
কাকরাইলের শীর্ষ মুরব্বি মাওলানা যোবায়ের ইজতেমায় সার্বিক পরিচালনায় রয়েছেন।
এদিকে গত বছরের ন্যায় এবছরও চট্টগ্রাম জেলা ইজতেমায় অংশ নিয়েছেন আমিরে হেফাজত শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী।
ইজতেমার মাঠে অবস্থিত উলামা টেন্টে আমিরে হেফাজত আল্লামা শাহ আহমাদ শফী এর অবস্থানের জন্য বিশেষ কামরা বানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ।
আল্লামা আহমাদ শফী ছাড়াও হাটহাজারী মাদরাসার সহকারী মহাপরিচালক আল্লামা জুনাইদ বাবুনাগরী, মুফতীয়ে আযম আল্লামা আব্দুস সালাম চাটগামী, মুফতী নুর আহমাদ, মাওলান নোমান ফয়জী, মুফতী কিফায়তুল্লাহসহ চট্টগ্রামের শীর্ষ আলেমদের অংশগ্রহণের বিষয়ে জানা গেছে।
Oi