সোমবার, ১৬ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ, ৮ই রজব, ১৪৪৪ হিজরি
আগামী ৫ জানুয়ারি ২০১৮- চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অন্তর্গত আনোয়ারা মেডিকেলের পূর্ব দক্ষিণ পাশে অবস্হিত দারুল আমান আল ইসলামিয়া মাদরাসার আন্তর্জাতিক কেরাত মাহফিল অনুষ্ঠিত হবে।এতে সভাপতি থাকবেন প্রখ্যাত আলেমেদ্বীন মুজাহিদে মিল্লাত ঐতিহ্যবাহী জামেয়া আরাবিয়া হাইলধর মাদরাসার মুহতারম প্রতিষ্ঠাতা পরিচালক হযরত আল্লামা শেখ আব্দুল মালেক হালীম সাহেব দা:বা:।
তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত কারী শেখ রাফাত হুসাইন মিসরী। এছাড়া মিসর,ইরান,ইন্দোনোশিয়া,তান্জানিয়া,আফগানিস্তান ও ভারতের প্রখ্যাত কারী সাহেবগন পবিত্র কোরআন তেলাওয়াত করবেন।
আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।