বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ভন্ড সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ

 

খুৎবাঃ সিলেটের জৈন্তাপুরে একটি ওয়াজ মাহফিলে ভন্ড মাজার পূজারীরা হরিপুর মাদরাসার ছাত্র শিক্ষকদের উপর হামলার চালিয়ে ২ জন ছাত্রকে শহিদ করেছে। আহত হয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাদিন রয়েছেন প্রায় অর্ধশতাধিক।

মাদরাসা ছাত্র-শিক্ষকদের উপর হামলাকারী ভন্ড সন্ত্রাসী খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ জোহর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়।

জেলা ছাত্র জমিয়তের সভাপতি এম সাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম সম্পাদক মাওলাননা সিরাজুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শরিফ আহমদ শাহান, মহানগর জমিয়ত নেতা সালেহ আহমদ শাহবাগী, কবির আহমদ, যুবনেতা আব্দুর রব, কাওসার আহমদ, আবু সুফিয়ান, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি লুৎফুর রাহমান, জেলা সাবেক সহ সভাপতি এমাদ উদ্দীন সালিম, সহ সভাপতি আব্দুল হামিদ খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, এম সি কলেজ ছাত্র জমিয়ত সেক্রেটারী হাবিবুর রাহমান প্রমুখ।

Archives

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031