রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

খতমে বুখারী উপলক্ষে ডেমরার ওলামা নগর মাদরাসার আন্তর্জাতিক মহাসম্মেলন বৃহস্পতিবার


ঢাকার ডেমরায় অবস্থিত, সাইনবোর্ডের নিউটাউন আবাসিক এলাকার ওলামা নগর মাদরাসায় আগামী বৃহস্পতিবার (৫এপ্রিল) আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

Default Ad Content Here

হাদিস-শাস্ত্রের সবচে নির্ভরযোগ্য কিতাব বুখারী শরীফর শেষ দরস তথা খতমে বুখারী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সকাল দশটা হতে শুরু হওয়া এই সম্মেলনে উপস্থিত থাকবেন উপমহাদেশ-সহ সারা পৃথিবীর কওমী মাদরাসার মূল ও প্রধানকেন্দ্র, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি ইউসুফ তাওলভী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ ,মাওলানা আজহার আলি আনোয়ার শাহ্‌, মাওলানা মুমতাজুল করীম(বাবা হুজুর), সাবেক মন্ত্রী-মুফতি ওয়াক্কাস প্রমুখ ওলামাগণ।

মাদরাসা-পরিচালক, আল্লামা মোখলেছুর রহমান কাসেমীর সভাপতিত্বে জোহর-পূর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে। এরপর বাদ-জোহর এক মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ওলামা নগর মাদরাসা কর্তৃপক্ষ।

অনুষ্ঠানকে সুরের মূর্ছনায় মাতিয়ে তুলবেন বাংলাদেশ জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের তরুণ ও কিশোর ইসলামি সংগীত-শিল্পীরা। ইলিয়াস হাসানের উপস্থাপনায় মনোজ্ঞ এই সাংস্কৃতিকানুষ্ঠান আছরের পূর্বে শেষ হবার কথা রয়েছে।

Archives

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30