রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাকার ডেমরায় অবস্থিত, সাইনবোর্ডের নিউটাউন আবাসিক এলাকার ওলামা নগর মাদরাসায় আগামী বৃহস্পতিবার (৫এপ্রিল) আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
হাদিস-শাস্ত্রের সবচে নির্ভরযোগ্য কিতাব বুখারী শরীফর শেষ দরস তথা খতমে বুখারী উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সকাল দশটা হতে শুরু হওয়া এই সম্মেলনে উপস্থিত থাকবেন উপমহাদেশ-সহ সারা পৃথিবীর কওমী মাদরাসার মূল ও প্রধানকেন্দ্র, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি ইউসুফ তাওলভী ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ ,মাওলানা আজহার আলি আনোয়ার শাহ্, মাওলানা মুমতাজুল করীম(বাবা হুজুর), সাবেক মন্ত্রী-মুফতি ওয়াক্কাস প্রমুখ ওলামাগণ।
মাদরাসা-পরিচালক, আল্লামা মোখলেছুর রহমান কাসেমীর সভাপতিত্বে জোহর-পূর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে। এরপর বাদ-জোহর এক মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ওলামা নগর মাদরাসা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানকে সুরের মূর্ছনায় মাতিয়ে তুলবেন বাংলাদেশ জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের তরুণ ও কিশোর ইসলামি সংগীত-শিল্পীরা। ইলিয়াস হাসানের উপস্থাপনায় মনোজ্ঞ এই সাংস্কৃতিকানুষ্ঠান আছরের পূর্বে শেষ হবার কথা রয়েছে।