বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আযানের ধ্বনি শুনেই নেদারল্যান্ডের এক ব্যক্তি মুসলমান হলেন

নেদারল্যান্ডের এক ব্যক্তি তুরস্কে সফর করে সেখানে আযানের সুমধুর ধ্বনি শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
 
“রেনো অ্যানোগো জিয়ানমারকো” নামের এক ব্যক্তি সম্প্রতি তুরস্কে সফর করেছেন। তুরস্কে সফর কালে সেদেশের কায়সারিয় শহরে আযানের সুমধুর ধ্বনি শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
 
মুসলমান হওয়ার পর তিনি তার নাম “মুহাম্মাদ মুস্তাফা” নির্ধারণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে তিনি বলেন: আমি যখন প্রথম আযানের সুমধুর ধ্বনি শুনি, তখন আমার নিকটে যাকিছু ছিল সবকিছুই মুক্ত করে দেয়। আমর ভিতরে এক অসাধারণের আনন্দের অনুভব করি। পূর্বে আমি কখনই এধরণের আনন্দ অনুভব করিনি।
 
খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা জিয়ানমারকো বলেন: মুসলমান হওয়ার পর আমার পরিবার আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বরং তারা আমার এই সিদ্ধান্তের সম্মান করেছেন। প্রকৃতপক্ষে আমার পরিবারের এধরণের আচরণের ফলে আমি অনেক খুশি হয়েছি।
 
তিনি বলেন: এখন আমি ইউরোপে বসবাসকৃত মুসলমানদের পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারছি। আশাকরছি, মুসলিম নাগরিক হিসেবে আমি আমার দেশের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেতে সক্ষম হবো।

Archives

July 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031