শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

মসজিদুল আকসার সাথে নবীয়ে আরাবির শ্রেষ্ঠত্ব জড়িত

মসজিদুল আকসার সাথে নবীয়ে আরাবির শ্রেষ্ঠত্ব জড়িত

আল্লামা মামুনুল হক

মাহমুদুল হাসানঃ  মসজিদুল আকসার সাথে নবীয়ে আরাবির শ্রেষ্ঠত্ব জড়িত- আল্লামা মামুনুল হক মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আকসা,যা নবী য়ে আরাবী(সাঃ) এর শ্রেষ্ঠত্বের সাথে জড়িত তাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যায়,বর্বর ভাবে ইসরাইলের রাজধানী হিসেবে গায়ের জোড়ে ঘোষনা করতে চায়,অসভ্য ঘৃনিত জাতির রাজধানী করতে চায়,যা কখনোই জাগ্রত মুসলিম জাতি মেনে নেবেনা৷

জেরুজালেমের শাষনভার কখনোই ইহুদী নাসারাদের হস্তাগত হবেনা,যেমনিভাবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমৱ (রাঃ) দখল করেছিলেন বিনা বাধায়,তেমনি ভাবে একবিংশ শতাব্দির এ যুগে পৌনে দুইশ কোটি মুসলমানদের হাতে বিজয় হবেই ইনশাল্লাহ৷প্রয়োজনে তৃতীয় বিশ্বযোদ্ধ হবে মসজিদুল আকসায় মুসলিমদের দখলের জন্য৷

Default Ad Content Here

মুসলমানদের নেতৃত্ব্য বিশ্বব্যাপী করতে হলে সোনার মদিনার ইসলামেরই প্রয়োজন৷আবার যখন ইসলামের পথে মুসলমান হাটবে,তখন বিশ্বে শান্তির ফুলবাগান তৈরী হবে৷গত ২৬-১২-২০১৭ বরকুল নূরে মদীনা তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক দাঃ বাঃ একথা বলেন৷

আল্লামা আশেকে মোস্তফার সভাপতিত্বে উক্ত মাহফিলে আরও আলোচনা পেশ করেন মাওলানা ইকবাল হোসাইন মাছুম,মাওঃ মুজিবুর রহমান,সহ স্থানীয় ওলামায়ে কেরাম৷উক্ত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক,আলহাজ্ব এস এম জাহাঙ্গীর আলম সিরাজী,বৱমী ইউপির চেয়ারম্যান মোঃ শামসুল হক বাদল সরকার৷মাহফিলে হিফজ সমাপনী ছাত্রদের পাগরী প্রদান শেষে দেশ,জাতি ও বিশ্বমুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়৷

Archives

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728