রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কমেছে ধার্মিকতা

কমেছে ধার্মিকতা

—————– আলী আজম

Default Ad Content Here

ধর্মচর্চা বেড়েছে কিন্তু
বাড়েনি ধার্মিকতা
ধর্ম নিয়ে তাই নানা মহলে 
চলে নানান কথা।

ওয়াজ-নসিহত, পীর-মুরিদী
বেড়েছে সব দ্বিগুণ
এতদ্ব সত্ত্বেও ঈমান বাড়েনি
আমল কমেছে শগুণ।

মসজিদ-মাদরাসা বাড়ছে হুহু
মকতবও আছে মেলা
অথচ মানুষ ছুটছে নিয়ে
রঙ-রস আর খেলা!

লোকদেখানো আমল বেড়েছে
ঈমানে ধরেছে পচন
ইসলাম বিদ্বেষী শক্তিও তাই
নিয়েছে মোদের পিছন।

Archives

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30