রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কমেছে ধার্মিকতা
—————– আলী আজম
ধর্মচর্চা বেড়েছে কিন্তু
বাড়েনি ধার্মিকতা
ধর্ম নিয়ে তাই নানা মহলে
চলে নানান কথা।
ওয়াজ-নসিহত, পীর-মুরিদী
বেড়েছে সব দ্বিগুণ
এতদ্ব সত্ত্বেও ঈমান বাড়েনি
আমল কমেছে শগুণ।
মসজিদ-মাদরাসা বাড়ছে হুহু
মকতবও আছে মেলা
অথচ মানুষ ছুটছে নিয়ে
রঙ-রস আর খেলা!
লোকদেখানো আমল বেড়েছে
ঈমানে ধরেছে পচন
ইসলাম বিদ্বেষী শক্তিও তাই
নিয়েছে মোদের পিছন।