শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আসুন পরামর্শ করি: ২
———————————
আলহামদুলিল্লাহ পরামর্শমূলক আমার প্রথম পোস্টে আপনাদের ব্যাপক অংশগ্রহণে আমার উপলব্ধি হয়েছে মোহাজির মেহমানদের সহযোগিতায় আমরা কতটা আন্তরিক। আল্লাহ সবাইকে আনসারদের মোবারক কাফেলায় অন্তর্ভূক্ত করুন।
সকলের পরামর্শে নতুন কিছু ধারণা সামনে এসেছে, আজকে সেগুলো পেশ করবো। আপনারা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন। এভাবেই আমরা সুশৃঙ্খলভাবে কাজটা আঞ্জাম দিতে পারবো ইনশাআল্লাহ।
ক. আমাদের প্রথম প্রস্তাবনায় মেহমানদের জন্য কাপড়ের পরিকল্পনা ছিল, আমরা আপাতত সে চিন্তা থেকে পিছিয়ে এসেছি। পোশাকের প্রয়োজন হবে, তবে কিছুদিন পর, শীতের পোশাক লাগবে। আপাতত কেউ পোশাক দিতে চাইলে পুরাতন অবশ্যই নয়; তারা ভিক্ষুক না, আমাদের সম্মানিত মেহমান।
পুরুষদের জন্য ভালো লুঙ্গি, টি শার্ট, মেয়েদের জন্য বড় ওড়না, বোরকা। বাচ্চাদের প্যান্ট গেঞ্জি/শার্ট।
গামছা, তোয়ালেও প্রয়োজন। এছাড়া কোন কাপড় নিলে সেগুলো রাস্তায় পড়ে থাকবে!
খ. আমরা যে বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছি তা হচ্ছে- মসজিদ, টয়লেট, টিউবওয়েল, মেয়েদের জন্যে আলাদা গোছলখানা।
এটাই আমাদের সেবার মূল প্রোগ্রাম।
গ. খাবারের বিষয়ে আমরা এখনো ক্লিয়ার হইনি। এখান থেকে যে প্যাকেটের পরিকল্পনা আমাদের ছিল তা হচ্ছে- প্রতি প্যাকেটে চাল তিন কেজি, ডাল, আলু, তেল, পেয়াজ এক কেজি করে, হলুদ-মরিচ আড়াইশ গ্রাম করে, আধা কেজি লবন, আধা কেজি খেজুর, আড়াইশ গ্রাম বিস্কুট, এক কেজি চিড়া, আধা কেজি গুড়। মিনারেল ওয়াটার দুই লিটার। আনুমানিক প্রতি প্যাকেট মূল্য আটশ টাকা।
কিন্তু আমরা শুনতে পাচ্ছি ত্রাণবাহী ট্রাক একদম ভেতরে যেতে পারে না, তাহলে এসব প্যাকেট ভেতরে নেওয়ার ব্যবস্থা কি?
উপযুক্ত ব্যবস্থা না থাকলে এগুলো নিয়েও তো বিপদে পড়তে হবে।
পরামর্শ চাই।
ঘ. ঔষধের প্লান আগের মতই আছে, কিছু ঔষধের নাম পেয়েছি, তবে আমাদের সঙ্গে অভিঙ্গ কোন ডা. গেলে ভাল হতো, কারো সদিচ্ছা থাকলে লাব্বাইক বলবেন।
চ. মেয়েদের প্রয়োজনীয় আইটেম যেমন সেনেটরী নেপকিন/প্যাড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পরিকল্পনায় তা গুরুত্বসহ ঢুকেছে।
ছ. হাজবেন্ড ওয়াইফ ডা., এমন কিছু জুটি দরকার। অথবা ডা. বোনদের সাথে তাদের কোন মাহরাম সঙ্গী হবেন, অত্যন্ত জরুরী, কেউ থাকলে লাব্বাইক বলবেন। বিশেষ করে……. তা বোনদের চেকআপ দরকার, এর জন্য প্রয়োজনীয় পরামর্শ দিন।
জ. নগদ ভাংতি টাকা সাথে রাখা, এটা তাদের প্রয়োজন মেটাতে খুব জরুরী।
ঝ. ত্রিপল, মোটা পলিথিন, প্লাস্টিক কর্ড, ছাতা, অস্থায়ী তাবু, ছেন্ডেল, সাবান, টুথব্রাশ, পেস্ট। প্রয়োজনীয় আইটেম।
ঙ. রাস্তার দু’ধারে তিন শ্রেণির মানুষ ভিড় করবে,
১. পুরাতন রোহিঙ্গা, ২. স্থানীয় অসাধু সুবিধাবাদী, ৩. রাজনীতির পাণ্ডারা। সবাইকে এড়িয়েই সামনে এগুতে হবে। আমাদের অসতর্কতায় অসহায়রা যেন বঞ্চিত না হন।
চ. শিশু খাবার, দুধ চিনি, সুজি ইত্যাদি।
এভাবেই আমরা অভিজ্ঞতা শেয়ারে সমৃদ্ধ হবো, তাই পরামর্শ দিন।