রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আগামীকাল মুঈনুল ইসলাম মাদরাসায় বুখারী শরিফের আখেরী দরস দিবেন আল্লামা শফী


মাওলানা মেহেরুজ্জামান রহ. এর স্মৃতি বিজড়িত চট্টগ্রাম রাঙ্গুনীয়া শরফভাটা জামিয়া ইসলামিয়া মেহেরিয়া মুঈনুল ইসলাম মাদরাসার ২০১৭/১৮সনের দাওরায়ে হাদীস (মাস্টার্স) ছাত্রদের হাদীস শাস্ত্রের অন্যতম বিশুদ্ধ গ্রন্থ বুখারী শরীফের শেষ দরস উপলক্ষে দোয়া মাহফিল আগামীকাল (৪এপ্রিল)  বুধবার বাদ যোহর থেকে শুরু হবে।

Default Ad Content Here

বুখারী শরীফের আখেরী দরস ও দোয়া পরিচালনা করবেন হাটহাজারী মাদরাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সন্মানিত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।  এবং মুসলিম শরীফের আখেরী দরস দিবেন হাটহাজারী মাদরাসার সহকারী মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ।

মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা ইসহাক নুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন।


নওমুসলিম সা’দ আহমাদ এর ঈমান জাগানিয়া সাক্ষাৎকারটি আপনাকে কাঁদিয়ে ছাড়বে 

Archives

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031