রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
মাওলানা মেহেরুজ্জামান রহ. এর স্মৃতি বিজড়িত চট্টগ্রাম রাঙ্গুনীয়া শরফভাটা জামিয়া ইসলামিয়া মেহেরিয়া মুঈনুল ইসলাম মাদরাসার ২০১৭/১৮সনের দাওরায়ে হাদীস (মাস্টার্স) ছাত্রদের হাদীস শাস্ত্রের অন্যতম বিশুদ্ধ গ্রন্থ বুখারী শরীফের শেষ দরস উপলক্ষে দোয়া মাহফিল আগামীকাল (৪এপ্রিল) বুধবার বাদ যোহর থেকে শুরু হবে।
বুখারী শরীফের আখেরী দরস ও দোয়া পরিচালনা করবেন হাটহাজারী মাদরাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সন্মানিত আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। এবং মুসলিম শরীফের আখেরী দরস দিবেন হাটহাজারী মাদরাসার সহকারী মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ।
মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা ইসহাক নুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন।