বুধবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
মিছিল
মুসা আল হাফিজ
মিছিলগুলো মিথ্যে মিছিল
মিথ্যে অভিনয়
মিছিল দিয়েই যদি সবার
দায়িত্ব শেষ হয়!
লড়ছে ওরা দিন-রজনী
আমরা কি একবেলা?
সবাই জানে,এমন লড়াই
নিছক ছেলেখেলা
লড়াই হবে অন্তবিহীন
সব গলি সব মোড়ে
বৃত্ত, ভীতি, হঠকারিতা
ফেলতে হবে ছোড়ে
কিবলা লাগি সকল ব্যানার
একই ব্যানার হোক
হয়তো বিজয় নয় শাহাদত
লক্ষ্য সবার হোক
ভুল আবেগে যে জন এসে
আইন তুলে নেয় হাতে
সব সুবিধা সে তুলে দেয়
ট্রাম্প- নিয়াহুর পাতে!
জায়নবাদের মিছিল চলে
হাজার ধরণ যার
জিততে হলে মোদের মিছিল
উর্ধ্বে উঠুক তার