মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

রোবটকে রোবটের নাগরিকত্ব – হাসান জামিল

রোবটকে রোবটের নাগরিকত্ব!

হাসান মুহম্মদ জামিল 
——————————————
রোবট মিস সোফিয়াকে নাগরিকত্ব দিল আরেক রোবট সৌদী আরব; খবরটি পুরাতন!
নতুনকরে বলছি সাদৃশ্যতা দেখাতে।
রোবট সোফিয়ার সব কারামতি প্রকাশ হতে শুরু করেছে! 
শুনলাম, পেছনের রাস্তায় নাকি তার ঢুকানো!
নিয়ন্ত্রিত কথাবার্তা, রেকর্ডকৃত বুলিই তার কারামতি!
সাংবাদিকের কিছু প্রশ্নে বলদের মত কেবল মুচকি হাসি!
কারণ এর উত্তর রেকর্ড হয়নি; জামদানি পর্যন্তই রেকর্ড!
এ বিষয়ে আর কিছু বলতে চাই না। তবে সোফিয়ার পেছনের রাস্তার তারের কথা ভাবলেই হাসি পায়;
সোফিয়া চরিত, এককথায় ডিজিটাল “পুতুল খেলা”

হ্যাঁ বলছিলাম সৌদীর কথা। নাগরিকত্ব দিয়েছে রোবটকে! অবাক হবো না “মিস সোফিয়াকে” “মিসেস” বানাতে কেউ এগিয়ে আসলে!
মাথামোটা রক্তমাংসের রোবটদের পক্ষে সবই সম্ভব। যন্ত্রমানব আর মানবযন্ত্রে কোন পার্থক্য নেই! দুইটাই নিয়ন্ত্রিত হয় অন্যের দ্বারা। কারো পেছনের রাস্তার তার দেখা যায়, কারোটা হাইড। ল্যাঞ্জা…. হাইড!
সোফিয়া যেমন নির্ধারিত বিষয়ে বলদের মত হাসে, ওরা ‘আলআকসা’ বিষয়ে হাসবে! হুম জিহাদ বিষয়ে বড় চটপটে; পেছনের রাস্তার হাইড তারের বরকত!
ঐ হাইড তারের জয়েন্ট আমাদের অনেকের সাথেই আছে; ট্রাম্পের বিরুদ্ধে কোন জবাব শেখানো নাই। শায়েখ উসামা রাহি-এর নাম উচ্চারিত হলে মেশিন সচল; জঙ্গী জঙ্গী!
কলজেটা ছিড়ে যাচ্ছে; হৃদয়ের উত্তাপটা যদি প্রকাশ করতে পারতাম!

একটু ঝাল মিটাই;
“সব রোবটের মুখে একদলা থুথু”

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031