বুধবার, ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

গির্জাকে মসজিদে রূপান্তর করে কেনিয়ার পুরোহিতের ইসলাম গ্রহণ

কেনিয়ার ‘হোমা বে’ শহরের চার্চের পুরোহিত ইসলাম ধর্ম সম্পর্কে অধ্যয়ন করে ইসলামের পতাকাতলে যোগ দিয়েছেন এবং তার নিজের প্রতিষ্ঠিত চার্চটিকে মসজিদে রূপান্তরিত করেছেন। খবর ইরানি বার্তা সংস্থা ইকনার

জানা যায়, পূর্ব আফ্রিকার ‘গড’স কল’ নামের ওই চার্চের বিশপ চার্লস ওকাওয়ানি ইসলামিক নামের সঙ্গে সামঞ্জস্য করার জন্য নিজের নাম পরিবর্তন করে ইসমাইল ওকাওয়ানি রেখেছেন।

তিন বলেন, আমার নির্মিত চার্চটির নাম খোদার দাওয়াতের গির্জা ছিল। বর্তমানে সেটি একটি মসজিদ।

ওকাওয়ানি বলেন, ‘বিশপ হিসাবে আমার মেয়াদকালে, আমি ঈশ্বরের বাণী প্রচারের জন্য কেনিয়ার মালিঙ্গি, মুম্বাস ও নাইরোবি শহর এবং তানজানিয়া ভ্রমণ করেছি। আমি এসব এলাকায় বসবাসরত খ্রিস্টান ও মুসলমানদের আচরণ সম্পর্কে অধ্যয়নের সুযোগ পেয়েছিলাম এবং এটি আমাকে এ সিদ্ধান্তে উপনীত করেছিল যে ইসলামই হচ্ছে সর্বোৎকৃষ্ট ধর্ম।’

তিনি বলেন, মুসলিম নারীদের হিজাব ব্যাবহার করা আমার কাছে ভালো লেগেছে এবং এই বিষয়টি আমার ভেতর ব্যাপক প্রভাব বিস্তার করেছে।

ইসমাইল ওকাওয়ানি ২৬ সেপ্টেম্বর ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার সাথে গির্জার ২৩ জন সদস্যও ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বর্তমানে এই মসজিদের ৬৩ জন সদস্য রয়েছে। যার মধ্যে অনেকেই নওমুসলিম। ইসলাম ধর্ম গ্রহণের পর ইসমাইল ইসলাম সম্পর্কে গভীর অধ্যয়ন শুরু করেছেন।

খৃস্টান প্রধান দেশ কেনিয়া। দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। কেনিয়ায় মোট জনগণের ১০ শতাংশ মুসলমান।

Archives

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031