শনিবার, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ভয় লাগে । মৃত্যুর হাতে হাত রাখার চাইতেও বেশি । মানুষের মৃত্যু আছে একথা আস্তিক-নাস্তিক নির্বিশেষে সবাই বিশ্বাস করে । অথচ মৃত্যুর কাছ থেকে বাঁচার জন্য কত আর্তনাদ মানুষের !
চোখের সামনে ঘটে যায় মৃত্যু । কারো পায়ে গুলির চিহ্ন । এখনও ন্যাংরিয়ে হাটে । একটি টাকাও আমি তাকে সাহায্য করিনি ।
একটি ছেলের বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই । সারে সাতশত কোটি মানুষের দুনিয়ায় সে একেবারে একা ।
বয়স আমার চেয়েও কম হবে । কাউকে পুড়িয়ে মেরেছে, কাউকে গুলি করেছে ।
মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কেউ শেষ চেষ্টা করেও রেহাই পায়নি , ট্রলার ডুবেও মারা গেছে ।
মৃত্যু তাকে ক্ষমা করেনি ।
দিনের পর দিন না খেয়ে আছে অনেকেই । আর ক্ষুধা মেটানোর মত খাবার আছেই বা ক’জনের !
একটা বিরাট ঝড়ের মত ঘটে যাওয়া জীবনগল্পের কি শেষ আছে !
বাড়ি ওরা পুড়িয়ে দিয়েছে । ঘরে সামান্য জীবন বাঁচানোর সামান ছিল । নিয়ে আসি ? আর আসা হয় নি বাবা ও সন্তানের ।
শুনেছি ভাই নাকি পার হয়ে এসেছে । ও আরেক ক্যাম্পে আছে । ওকে খুজতে বের হয়েছে তার ছোট ভাই , বয়স ১০-১৫ হবে হয়তো ।
জীবনের অর্থ তাদের কাছে কী ?
আর মজার মনিটরের সামনে আমাদের সামনে কী ?
একটু ভাবুন ।
ত্রাণ চাইতে আসিনি ।
আপনার কোন সাহায্য আমাদের অথবা রোহিঙ্গাদের কারোই কাম্য হওয়া উচিত নয় ।
আবারো বলছি –
২-১ জনের ভুলে সমস্ত জাতিকে অসম্মানিত করবেন না ।
ওরা অসহায়, ওরা নিরুপায় , ওদের মুখে হাসি নেই ।
অনেক বেশি মায়া আছে,অনেক বেশি ভালবাসা আছে । আর ছোট্ট জীবনে বাঁচার একটু আশা আছে । যদিও কোন ধরণের মানবিকতাতেই তাকে বেঁচে থাকা বলা যায় না !
যারা উখিয়া যান নাই, তারা ভিডিও দেখে, ছবি দেখে অনেক কিছুই ধারণা করে বসে থাকবেন ।
কিন্তু , বিলিভ মি !!!!
আমাকে বিশ্বাস করুন ।
রোহিঙ্গারা বিশ্বের জমিনে আমার প্রত্যক্ষ চোখে দেখা সব চাইতে অসহায় গোষ্ঠী ।
পাহাড় কেটে মাঠ বানিয়ে দিচ্ছে !!!!
এতটা মিথ্যাবাদী হইয়েন না কেউ প্লিজ ।
নিজের কথা একবার চিন্তা করুন ।
আপনার মাকে আপনার সামনে বর্মি আর্মি ও মগরা অসম্মানিত করল, বাবাকে পুড়িয়ে মারল , ভাই -বোনকেও পুড়িয়ে মারল ।
জীবন রক্ষার তাগিদে আপনি কয়েক দিন ধরে না খেয়ে, রোঁদে- বৃষ্টিতে ভিজে ভিজে নদী, শক্ত পথ পার হয়ে ভয়ে ভয়ে অন্য একটি দেশে গেলেন ।
হাতে একটা টাকা নাই , গায়ে চলার শক্তি নাই, থাকার জায়গা নাই ।
পাশাপাশি জীবন হারানোয় ভয়, আত্মীয় – স্বজন হারানোর ভয় তাড়া করে বেড়ায় ।
বাস্তবতা আপনাকে কাঁদায়।
জীবনের ভাষা হারিয়ে ফেলা মানুষগুলোর জায়গায় নিজেকে একটু কল্পনা করে দেখেছেন কখনও?
আরেকবার ভেবে দেখবেন- এটাই আমার অনুরোধ ।