রবিবার, ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪২ হিজরি
মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বুধবার হাজির করা হলে আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহে তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সে জন্য দেশটির অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেফতার করা হয় দুই সাংবাদিককে। আটক দুজনই মিয়ানমারের নাগরিক। আটক হওয়ার পর এই দুই সাংবাদিককে বুধবারই প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়।
আটককৃত সাংবাদিকদের একজন বলেন, অন্য সাংবাদিকদের সাবধানী হতে বলুন। এটি সত্যিই ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা কোনো ভুল করিনি।
রয়টার্সের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, সংবাদ সংগ্রহে তাদের প্রতিনিধিরা কোনো ভুল করেনি।
এদিকে দেশটিতে গোপনীয়তা লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড।
বিবিসি