বুধবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তরুণ ইসলামী দাঈ আব্দুস সবুর খান গতকাল থেকে নিখোঁজ


তরুণ ইসলামী দাঈ, ইসলামিক অনলাইন এক্টিভিস্ট আব্দুস সবুর খান (সুমন) গতকাল বুধবার (৩০ অক্টোবর) থেকে নিখোঁজ। গতকাল দুপুরে পুরানা পল্টন থেকে হঠাৎ তিনি নিখোঁজ হন। বহু খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়েছে। বিভিন্ন সূত্র মারফত খোজ নেয়া হচ্ছে। তার ল্যাপটপ খোলাই ছিল। মেসেঞ্জার ঘেটে নিকটজনরা বিভিন্ন জনকে কল দিয়েছেন। কোনো ক্লু পাওয়া যাচ্ছে না।

জানা যায়, আব্দুস সবুর খান (সুমন) Ask Sumon একজন সুপরিচিত  ইসলামিক অনলাইন এক্টিভিস্ট। জেনারেল শিক্ষিত। কিন্তু তার কলম হক ও হক্কানিয়্যতের পক্ষে চলমান ছিল একজন আলেমের মতই।

দাওয়াত ও তাবলীগে নিয়মিত সময় দেওয়া, অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করা, বন্যাকবলিত মানুষ ও গরিব অসহায়দেরকে সহায়তা করা, উলামায়ে কেরামের কাছে যাতায়াত করা, সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর সভা-সেমিনার করা এবং এসব বিষয়ে আলেমদের ভিডিও সংগ্রহ করে উম্মাহ’র সামনে তুলে ধরাই ছিল সুমনের মূল কাজ।

Archives

December 2023
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031