রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সতর্ক থাকুন , রোহিঙ্গাদের নাস্তিক বানানোর চেষ্টা চলছে আল্লামা শফী

Khutbah Tv

রোহিঙ্গা মুসলিমদের নাস্তিক বানানোর চেষ্টা চলছে এবং জাতিসংঘ ও বিশ্ব মোড়লরা নির্যাতিত রোহিঙ্গাদের ব্যাপারে কিছু করতে পারছেন না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নাস্তিক বানানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে খুব সতর্ক থাকতে হবে। তাদের গ্রামে গ্রামে মসজিদ মাদরাসা গড়ে তুলতে হবে।’

Default Ad Content Here

শুক্রবার চট্টগ্রামের লালদীঘি মাঠে জুমার নামাজের পর আয়োজিত মহা সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন আল্লামা আহমদ শফী।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সারা বিশ্ব তাকিয়ে আছে জাতিসংঘের দিকে। রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য সেফ জোন ঘোষণা করা প্রয়োজন। এ ব্যাপারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে রোহিঙ্গা জনগোষ্ঠি পৃথিবীতে বিপন্ন জাতিতে পরিণত হবে।

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, মিয়ানমারের নেত্রী অং সান সু চি’কে আন্তর্জাতিক সন্ত্রাসী। এ কারণে দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

তিনি বলেন, ‘মিয়ানমারে গণহত্যা বন্ধ করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা জারি করাসহ কূটনৈতিক চাপ অব্যাহত রাখা। বাংলাদেশ সরকারের উচিত অনতিবিলম্বে মিয়ানমারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।

Archives

December 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031