রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

২০ ডিসেম্বর ঢাকার ঐতিহ্যবাহী সাঈদনগর মাদরাসার বার্ষিক মাহফিল

 

Default Ad Content Here

উবাইদুল্লাহ বিন আব্দুর রশীদ (ঢাকা উত্তর সিটি সংবাদদাতা) :আগামী ২০ ডিসেম্বর ২০১৭ ঢাকার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা নিকেতন ‘জামিয়া সাঈদিয়া কারীমিয়া’ মাদরাসায় বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য মাহফিলে সভাপতিত্ব করবেন, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ-এর খতীব, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস মুহিউস্ সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব।
মাহফিলে বয়ান পেশ করবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, সাহেবজাদা ও খলীফা, পীর সাহেব চরমোনাই রহ., মাওলানা মকবুল হুসাইন, মাওলানা নেয়ামতুল্লাহ আল-ফরিদী, মাওলানা হেদায়াতুল্লাহ আজাদী।
এছাড়াও, স্থানীয় ওলামায়ে-কেরাম মাহফিলে উপস্থিত থাকবেন।
অত্র মাদরাসার মুহতামিম (প্রিন্সিপাল) হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সকলকে মাহফিল সফল করার এবং সবান্ধব উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

 

Archives

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031