সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এক কেজি গরু গোস্তের দামে ৬মণ বেগুন পাওয়া যাবে নরসিংদীর বাজারে। নরসিংদীর পাইকারি বাজারে কমে গেছে বেগুনসহ সব ধরনের গ্রীষ্মকালীন সবজির দাম। বিশেষ করে গত এক মাস ধরে কৃষক তার উৎপাদিত বেগুনবিক্রি করে পরিবহন খরচও উঠাতে পারছেন না।
এতে সার, কীটনাশকসহ খরচ মেটাতে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে, এ বছর আবাদি জমির পরিমাণ বৃদ্ধি এবং বাম্পার ফলনের কারণে সবজির উৎপাদন বেড়েছে। ফলে বেগুনের দাম কমে গেছে। তবে শিগগিরই সবজির দাম বাড়বে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, নরসিংদী জেলার শাকসবজির খ্যাতি রয়েছে দেশজুড়ে। এখানকার উৎপাদিত শাকসবজির প্রায় ৭০ ভাগই সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে।
রফতানি করা হয় বিদেশেও। চলতি গ্রীষ্ম মৌসুমে জেলার নয়টি পাইকারি সবজির বাজারেই সরবরাহ বেড়েছে বেগুন, লাউ, সিম, চিচিঙ্গা, ঝালিসহ বিভিন্ন ধরনের শাকসবজির। অন্যদিকে এ বছর বেগুনের বাম্পার ফলন হয়েছে।
তবে রমজান মাসকে সামনে রেখে কৃষকরা আশাবাদি সবজির দাম বাড়বে।