শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রজব, ১৪৪৬ হিজরি

ফেসবুক-ইন্টারনেটে নিজের ছবি আপলোড দেয়া জায়েয নয় – পুনরায় ফতোয়া দিল দারুল উলূম দেওবন্দ

‘ফেসবুক-ইন্টারনেটে নিজের ছবি আপলোড দেয়া জায়েয নয়’ বলে পুনরায় ফতোয়া দিল মাদারে ইলমী দারুল উলূম দেওবন্দ। ২০দিন পূর্বে প্রকাশিত ফতোয়াটিকে সমালোচিত করার মানসে কলকাতার হিন্দুত্ববাদী পত্রিকা ‘আনন্দ বাজারে’ আজকে সংবাদ ছেপেছে। 
.
উর্দূ ফতোয়াটির অনুবাদ:
(পাকিস্তান থেকে) প্রশ্ন: হযরত! আমার জানার বিষয় হলো, ফেসবুক-ইন্টারনেটে আমার ছবি আপলোড দেয়া কী জায়েয হবে? আমরা এ সম্পর্কে অবগত আছি যে, মুসলিম নারীরাও নেট ব্যবহার করে। আর এটা তো স্পষ্ট যে, তারা চোখ বন্ধ করে নেট ব্যবহার করে না। পরপুরুষের ওপর তাদের দৃষ্টি পতিত হয়। তো, যারা এটা জানা সত্ত্বেও নিজের ছবি আপলোড দেয়, সেটা কী জায়েয? আমি ওলামায়ে দেওবন্দকেও অপ্রয়োজনীয় ছবি আপলোড করতে দেখেছি।
—উত্তর: ফেসবুক-ইন্টারনেটে নিজের ছবি তোলে আপলোড দেয়া জায়েয নয়। এই বিধান জনসাধারণ এবং আলেম সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যারা জেনেশোনে স্বেচ্ছায় নিজেদের ছবি ফেসবুক-ইন্টারনেটে আপলোড করে বা করায়, তাদের এই কাজ শরীয়তের দৃষ্টিতে জায়েয নয়। চায় আপলোডকারী বা আপলোডের নির্দেশদাতা যে কেউ হোক।
.
والله تعالى اعلم
দারুল ইফতা: দারুল উলূম দেওবন্দ, সাহারানপুর, ভারত।
ফতোয়া নং ১৫৪৬৮২
 
(লিঙ্ক http://www.darulifta-deoband.com/home/ur/Halal–Haram/154682)
 

Archives

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031