শুক্রবার, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
এখন তো আমিও নষ্ট হয়ে গেলাম !!!
একবার মাওলানা ইলিয়াস রহঃ এর বয়ান শুনে এক যুবক চিল্লা লাগানোর উদ্দেশ্যে সফরে বের হলো ৷
হযরতজীর কাছে যুবকের পিতার পক্ষ থেকে এমর্মে চিঠি এলো যে, আপনি আমার ছেলেকে কোথায় পাঠিয়েছেন?
আমি বৃদ্ধ মানুষ ৷
আমার জীবন ধারণ ও আরামদায়ক চলাফেরার জন্য একমাত্র সে-ই অবলম্বন ৷
লোকটি এতটুকু লিখেই ক্ষান্ত হয় নি ৷
একসময় নিজেই চলে এলো নিজামুদ্দীনে ৷
এসেই রাগতঃ স্বরে বলতে লাগলো:
আপনি আমার ছেলেকে নষ্ট করে দিয়েছেন ৷ ফলে সে কাজ কর্ম কিছুই করে না ৷
কিছুক্ষণ ওই ব্যক্তি মাওলানার বয়ানে বসল ৷ পূর্ণ বয়ান শুনে প্রভাবিত হয়ে নিজেও চিল্লায় নাম লিখিয়ে দিল ৷
এরপর মাওলানার পা ধরে মাফ চেয়ে বলল:
হযরত,
আমার অভিযোগ ছিল আপনি আমার ছেলেকে নষ্ট করে দিয়েছেন ৷
এখন তো আমি নিজেই নষ্ট হয়ে গেলাম ৷
একথা শুনে হযরতজী মুচকি মুচকি হাসতে লাগলেন ৷ সুবহানাল্লাহ ৷
বর্তমানে দুনিয়াজুড়ে চার মাযহাবের উলামা ও আওয়াম তাবলীগের কাজ করে যাচ্ছে ৷
এই বিশাল জামাত আজ সারা বিশ্বেই চলছে