শুক্রবার, ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাবলীগের কারগুজারী -এখন তো আমিও নষ্ট হয়ে গেলাম !!!

এখন তো আমিও নষ্ট হয়ে গেলাম !!!

একবার মাওলানা ইলিয়াস রহঃ এর বয়ান শুনে এক যুবক চিল্লা লাগানোর উদ্দেশ্যে সফরে বের হলো ৷

Default Ad Content Here

হযরতজীর কাছে যুবকের পিতার পক্ষ থেকে এমর্মে চিঠি এলো যে, আপনি আমার ছেলেকে কোথায় পাঠিয়েছেন? 
আমি বৃদ্ধ মানুষ ৷
আমার জীবন ধারণ ও আরামদায়ক চলাফেরার জন্য একমাত্র সে-ই অবলম্বন ৷
লোকটি এতটুকু লিখেই ক্ষান্ত হয় নি ৷

একসময় নিজেই চলে এলো নিজামুদ্দীনে ৷
এসেই রাগতঃ স্বরে বলতে লাগলো:
আপনি আমার ছেলেকে নষ্ট করে দিয়েছেন ৷ ফলে সে কাজ কর্ম কিছুই করে না ৷

কিছুক্ষণ ওই ব্যক্তি মাওলানার বয়ানে বসল ৷ পূর্ণ বয়ান শুনে প্রভাবিত হয়ে নিজেও চিল্লায় নাম লিখিয়ে দিল ৷
এরপর মাওলানার পা ধরে মাফ চেয়ে বলল:
হযরত,
আমার অভিযোগ ছিল আপনি আমার ছেলেকে নষ্ট করে দিয়েছেন ৷
এখন তো আমি নিজেই নষ্ট হয়ে গেলাম ৷
একথা শুনে হযরতজী মুচকি মুচকি হাসতে লাগলেন ৷ সুবহানাল্লাহ ৷

বর্তমানে দুনিয়াজুড়ে চার মাযহাবের উলামা ও আওয়াম তাবলীগের কাজ করে যাচ্ছে ৷
এই বিশাল জামাত আজ সারা বিশ্বেই চলছে

Archives

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30