শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মোলাকাত ০৪ঃ মুফতী ইমদাদ আশরাফ

মুফতী ইমদাদ আশরাফ (Imdad Ashraf )

নাযেমে তা‘লীমাত
মাদরাসাতুল মাদীনা আল-ইসলামিয়্যাহ।
আযমপুর-উত্তরা ।
————–
= কিছু মানুষকে প্রথম দেখা থেকেই ভাল লেগে যায়। পছন্দ হয়ে যায়। ইমদাদ তেমন একজন।
.
= কিছু মানুষকে দেখলেই মনটা আনন্দে নেচে ওঠে। খুশি লাগে। মনে হয়: যাক সুন্দর একটা সময় অপেক্ষা করছে। ইমদাদ আশরাফ তেমনই একজন।
.
= কিছু মানুষের মধ্যে সব সময় সুচিন্তা কাজ করে, হরদম অন্যের কল্যাণ কামনা তার মনে জিরজির করে বয়ে যায়, কুলকুল করে বয়ে যায়। ইমদাদ তেমনই একজন।
.
ফিরিস্তিটা লম্বা করতে চাচ্ছি না। ইমদাদকে নিয়ে একটা লেখা চলছে অনেক আগে থেকেই: ‘যাকে আমার ভালো লাগে’ শিরোণামে। যথাসময়ে সেটা প্রকাশ পাবে। ইনশাআল্লাহ।
.
পাশাপাশি আরেকজনের কথাও না বললেই নয়:
= মুফতি Arif Khan Sa’ad
আজকের সাক্ষাৎকারের সুরকার-গীতিকার সে-ই।
.
আবার আমাদের সাক্ষাৎকার কর্মসূচীর তালেবর সদস্য মুফতি রায়হান খাইরুল্লাহকেও (Raihan Khairullah) কি ভোলার উপায় আছে?
.
এবার মুফতি ইমদাদকে আবিষ্কারের আনন্দে মেতে উঠি:
———–
১. লেখালেখির সূচনা কবে থেকে?
** ১৯৯৮/৯৯ এর দিকে। হিফজ বিভাগে অধ্যয়নরত অবস্থায়ই লেখালেখির সূচনা।
.
২. নিয়মিত লেখালেখি করো?
** জ্বি না। প্রয়োজন অনুভব করি কিন্তু ইচ্ছা, সময় ও সুযোগের সমন্বয় করে নিতে ব্যর্থ হই।
.
৩. লেখালেখির ক্ষেত্রে কার কাছ থেকে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছো?
** বিশেষ কারো উৎসাহ পাইনি। শৈশবেই পারিবারিকভাবে পাঠ্যাভ্যাস গড়ে ওঠেছিল। পরে হিফজের উস্তাদ হাফেজ খালেদ সাহেব দা. বা. এর লেখালেখিতে অনুপ্রাণিত হই।
.
৪. লেখালেখির ক্ষেত্রে আপনার প্রেরণা ও আদর্শ কে?
** আমার প্রেরণা আদীব হুজুর দা. বা.। আদর্শ শাইখ আবুল হাসান আলী নাদাবি রহিমাহুল্লাহ।
.
৫. প্রিয় বই?
** আসলে একক কোন প্রিয় বই নেই। ইতিহাসের সব বই-ই ভাল লাগে। এরমধ্যে যে কোন একটি বেছে নিতে হলে হয়তো ” মা যা খাসিরাল আলামু বি ইনহিতাতিল মুসলিমীন (মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো/ বিশ্বের কী ক্ষতি হলো) বইটি নেব।
.
৬. প্রিয় লেখক?
** শাইখ আলী নাদাবি ও আলী তানতাবি রহিমাহুল্লাহ।
.
৭. প্রিয় মুহূর্ত?
** রমযানের রাত।
.
৮. কোন সময় লিখতে ভালোবাসো??
** নির্দিষ্ট কোন সময় নেই।
.
৯. প্রিয় স্থান?
** বাইতুল্লাহ। সকলের দু‘আ কামনা করি, যেন দ্রুতই যিয়ারত নসীব হয়।
.
১০. প্রিয় পর্যটন স্থান?
** কক্সবাজার
.
১১. স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা?
** স্বপ্ন, আমাদের এ উপমহাদেশে খিলাফাহ প্রতিষ্ঠা হবে। ভবিষ্যত পরিকল্পনা: দায়ী ইলাল্লাহ, সংগঠক ও সৈনিক হওয়া।
.
১২. প্রিয় রং?
** শাদা
.
১৩. প্রিয় পাখি?
** নেই।
.
১৪. প্রিয় ফুল?
** গোলাপ ও গন্ধরাজ।
.
১৫. প্রিয় খাবার?
** গরু বিরিয়ানি।
.
১৬. প্রিয় কবি?
** ফররুখ।
.
১৭. প্রিয় কাজ?
** কুরআন তিলাওয়াত, বই পয়া ও দাওয়াতি কাজ করা।
.
১৮. সর্বাধিক পঠিত বই?
** হেজাযের কাফেলা (লেখক, নসীম হিজাযী) ১৯ বার পড়েছি।
.
১৯. প্রিয় মাদরাসা?
** এ তালিকা অনেক দীর্ঘ। কিছু মাদরাসা ভাল লাগে যেখানে আমি নিজে পড়েছি, সেখানে কাটানো সময়গুলো উপভোগ করেছি। আবার কিছু মাদরাসা যেখানে আমি অধ্যয়ন করিনি তবু ভাল লাগে সেগুলোর শিক্ষা-দীক্ষা ও লক্ষ্যের কারণে।
.
২০. প্রিয় মানুষ?
** আব্বু-আম্মু, বড় মামা ও স্ত্রী।
.
২১. প্রিয় ব্যক্তিত্ব?
** আমার আব্বু মাওলানা ইউসুফ আশরাফ ও উস্তাদে মুহতারাম মাওলানা মামুনুল হক দা. বা.।
.
২২. প্রথম লেখা প্রকাশ কবে কোথায়?
** বিদ্যুৎ নিয়ে একটা ছড়া। জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর এর বাৎসরিক স্মরণিকায়, ১৯৯৯ সালে।
.
২৪. এখন কী পড়ছো?
** যুলফিকার আহমাদ নকশবন্দি দা. বা. এর “যালযালাহ” ও উবাইদুর রাহমান খান নাদাবির ” মুজাহিদদের জীবনকথা”।
.
২৫. এখন কী লিখছ?
** আপাতত লেখা থেকে কিছুটা দূরেই আছি।
.
২৬. কোন বইটি পড়তে গিয়ে সম্মোহিত হয়ে পড়েছিলে?
** নসীম হিজাযীর “মুহাম্মাদ ইবনে কাসিম” ও আল মাহমুদের “কাবিলের বোন”।
.
২৭. কোন বইয়ের ছেলে চরিত্রকে দেখে মনে হয়েছে: ইশ,আমি যদি এমন হতাম!
** ভেঙে গেল তলোয়ার-এর আনওয়ার আলী চরিত্র।
.
২৮. কোন বইয়ের কোন মেয়ে চরিত্রকে দেখে মনে হয়েছে- ইশ,আমার যদি এমন কেউ হত!!
** বিয়ের পর ভুলে গিয়েছি।
.
২৯. জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটি?
** বিয়ের মুহূর্ত। এবং হেফাজতে ইসলামের গাবতলি অবরোধ পয়েন্ট থেকে শাপলাচত্বরের উদ্দেশ্যে পদযাত্রা।
.
৩০. দৈনিক কুরআন তিলাওয়াত করা হয়?
** জি, নিয়মিত আলহামদুলিল্লাহ। তবে নিয়মমতো না। দু‘আ চাই, যেন নিয়মিত এবং নিয়মমতো তিলাওয়াত করতে পারি।

= তোমাদের দাম্পত্য জীবন সুখময় হোক।
-আমীন।

Default Ad Content Here

একক্লিকে:
 আমাদের সাক্ষাৎকার

শায়েখ Atik Ullah 

 

Archives

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30