মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

আগামীকাল থেকে শুরু হচ্ছে হবিগঞ্জ জেলা ইজতেমা

খুৎবাঃ দাওয়াতে তাবলীগের আয়োজনে হবিগঞ্জে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা। আগামীকাল (০৪ জানুয়ারী) বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম’বয়ানের মধ্যদিয়ে শুরু হয়ে ৬ জানুয়ারী শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এই ইজতিমা।

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের সুলতান মাহমুদপুরের মাঠে ইজতেমা উপলক্ষে সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

দাওয়াতে তাবলীগের দায়িত্বশীলরা জানান, প্রত্যেক বছর দেশের ৬৪ জেলার মানুষ বিশ্ব ইজতেমা পালন করতে ঢাকায় যান। বর্তমানে বিশ্ব ইজতেমাকে দুই ভাগে ভাগ করে দেয়া হয়েছে। বিশ্ব ইজতেমায় ৩২ জেলার মানুষ মূল পর্বে অংশ গ্রহণ করবেন এবং বাকি ৩২ জেলার মানুষ নিজ নিজ জেলায় ইজতেমা করার অনুমতি দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে হবিগঞ্জ জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন জিম্মাদারগণ। বিভিন্ন এলাকা থেকে দলে দলে জিকিরে জিকিরে মুসল্লিগণ অাসতেও শুরু করেছেন।

যিম্মাদার লুৎফুর রহমান বলেন, তাবলীগের হবিগঞ্জ জেলা ইজতেমায় দেশ-বিদেশের আলেম-উলামাদের গুরুত্বপূর্ণ বয়ানে অাগত মুসল্লিরা খুঁজে পাবে সঠিক পথের দিশা, আলেম-উলামাদের বয়ানে যোগাবে অাত্মার প্রশান্তি, এমন উদ্দেশ্যকে সামনে রেখে জেলাভিত্তিক তাবলীগী ইজতিমার এই আয়োজন।

এদিকে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াসিনুল হক জানান চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চারটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে ইজতেমা ময়দানে। এছাড়া অসংখ্য মোবাইল টিম এবং সিভিল পুলিশের সদস্যরা ২৪ ঘন্টা নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইজতেমা মাঠে।

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031