বৃহস্পতিবার, ৩০শে ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৫ হিজরি

আল্লামা শাহ আহমদ শফি (দা.বা.) -এর সংক্ষিপ্ত জীবনী

This entry is part [part not set] of 23 in the series মনীষীদের জীবনী


আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) ১৯২০ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্ম গ্রহন করেন।
১০ বছর বয়সে তিনি আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন।
ওই বয়সে কিছুদিনের মধ্যে তিনি পিতা-মাতা উভয়কে হারান।

এরপর ১০ বছর আল-জামিয়াতুল আহ্লিয়াদারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অতিবাহিতকরেন। ২০ বছর বয়সে (১৯৪১ সালে) তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় ভর্তি হন।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের দূর্গ হিসেবে পরিচিত এ মাদ্রাসাটি।

ওই সময় তিনি শায়খুল আরব ওয়ালআজম, সাইয়্যিদ হুসাইন আহমাদ মাদানীর হাতে বায়আত গ্রহণ করেন।.
অল্প সময়েই তিনি খেলাফতপ্রাপ্ত হন। আল্লামা শাহ্ আহমদ শফী (দা.বা.) একাধারে চার বছর অধ্যয়ন ও বিশ্ববিখ্যাত আলেমদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে হাদিস,তাফসির, ফিকাহশাস্ত্র ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেন।.
তিনি মাদানি (র.) এর প্রতিনিধি হয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন।

এরপর চট্টগ্রামে আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুলইসলামে শিক্ষক হিসেবে তিনি নিযুক্তহন।
১৪০৭ হিজরিতে এর মহাপরিচালকের দায়িত্ব পান।
বর্তমানে মহাপরিচালকের পাশাপাশি শায়খুল হাদিসের দায়িত্বও তিনি পালন করছেন।

অনসৈলামিক কর্মকাণ্ডবন্ধ ও ইসলামী প্রচারণার জন্য আল্লামা আহমদ শফি (দা.বা.)”হেফাজতে ইসলাম বাংলাদেশ” সংগঠনটি গঠন করেন।
ভারতে বাবরী মসজিদ ধ্বংস, ফারাক্কাবাঁধ, তাসলিমা নাসরীন ইস্যু,সরকারের ফতোয়া বিরোধী আইনের বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন সময়ে আল্লামা আহমদ শফি (দা.বা.) ছিলেনপ্রথম সারিতে।
ওই সময় মরহুম শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (র) -সহশীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্বে আন্দোলন করেন।
যাদের সুহবত প্রাপ্ত ও যাদের দ্বারা প্রভাবিত: হুসাইন আহমেদ মাদানি, শাহ ওয়ালিউল্লাহ, আনোয়ারশাহকাশ্মিরি, মাহমুদুল হাসান, রশিদ আহমেদ গাঙ্গোহি, হাজি ইমদাদ উল্লাহমুহাজির মাক্কি, মুহাম্মদ কাসেমনানুতুবি, আশরাফ আলী থানভী।( ﺳﻘﻲ ﺍﻟﻠﻪ ﺛﺮﺍﻫﻢ ﻭﺟﻌﻞ ﺍﻟﺠﻨﺔ ﻣﺜﻮﺍﻫﻢ )গ্রন্থাবলী:
[1] উর্দু ফয়জুল বারী (বুখারীর ব্যাখ্যা)|
[2] আল-বায়ানুল ফাসিল বাইয়ানাল হক্ব ওয়াল বাতিল|
[3] ইসলাম ও ছিয়াছাত|
[4] ইজহারে হাকিকাত
|[5] হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব|
[6] ইসলামী অর্থ ব্যবস্থা|
[7] ইসলাম ও রাজনীতি|
[8] সত্যের দিকে করুন আহবান|
[9] সুন্নাত ও বিদ’আতের সঠিক পরিচয়|
আল্লাহ উনাকে নেকহায়াত নসিব করুক ।,,,,,,,,,,, আমিন।

Series Navigation

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031