বৃহস্পতিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
খুৎবাঃ জৈন্তাপুরে মাজারপুজারী আটরশী কর্তৃক শান্তিপূর্ণ ওয়াজ-মাহফিলে ক্বওমী মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের উপর হামলা ও একজন নিহিতের প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, অনতিবিলম্বে এই মাজার পুজারীদের দৃষ্টান্ত মুলুক শাস্তি দেয়া হক।
আল্লামা বাবুনগরী বলেন, ‘মাজার গুলিই মূলত সান্ত্রাসের পজনন কেন্দ্র।’
বাবুনগরী সরকারের উদ্দেশ্যে বলেন আপনারা এইসব মাজার নামক সন্ত্রাসী আখড়া গুলি তল্লাশি করুণ এগুলির বিরুদ্বে ব্যবস্থা নিন এগুলো দেশের জন্য হুমকি সরুপ।