শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৫ হিজরি

ব্লু হুয়েল গেইমস ও বাংলাদেশী মানুষের জীবন – লিসানুল হক

Khutbah Tv

এইমাত্র কল এলো পরিচিত এক যুবকের৷ বয়স তার পঁচিশ ছাব্বিশ৷ পাগলের মতো হাউমাউ করে বোঝালো মাত্র একবছরে ব্যবসায়ে মার খেতে খেতে পনেরো লাখ টাকা গচ্ছা৷ দশলাখ টাকা কর্জ৷ কিছুতেই উন্নতি হচ্ছে না৷ সামনে পথ দেখা যাচ্ছে না৷ কী করবে ভেবে দিশেহারা৷ সমস্যার সমাধান চায়৷ তার জীবনেতিহাস দেখলাম জটিল কিছু সমস্যা আছে৷

এই যুবকই আজ থেকে বেশ কয়েকবছর আগে প্রেমে ফেঁসে গিয়েছিলো৷ প্রায় পঁচিশলাখ টাকা কৃষ্ণাঙ্গী সুশ্রী বালিকার পেছনে পানির মতো ভাসিয়ে দিয়েছিলো৷ অবশেষে বালিকা তাকে সর্বস্বান্ত করে এক প্রবাসীর সঙ্গে ঘর বাঁধে৷

বিয়ের পর পুনরায় যুবক আমাকে বিস্তারিত বয়ান দেয়৷ বলেছিলাম, বারণ তো শুনলে না৷ এখন পারলে অতীত থেকে শিক্ষা নিয়ে জীবনের মোড় ঘুরিয়ে দাও৷ প্রেম-পাগল পোলাদের একটা কমন সমস্যা হলো এরা গোপনীয়তা রক্ষা করতে পারে না৷ জেদের বশে ভবিষ্যত পরিকল্পনা প্রকাশ করে দেয় শত্রুর সামনে৷ এই যেমন “আমি যদি তোর এই তেলেসমার বদলা নিতে না পারি তাহলে এই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি৷”

এই যুবকদের জন্যে সর্বনাশা প্রেম ব্লু হুয়েল গেইমের চেয়ে কম নয়৷ বাংলাদেশের লাখলাখ কিশোর যুবক এই খেলায় মত্ত৷ এরা কখনো আত্মাহুতি দেয়৷ কখনো প্রেমিকাকে কোপায়৷ কখনো প্রতিশোধের নেশায় সিরিয়াল ধর্ষক হয়ে উঠে৷ কখনো একের পর এক নারীকে বিভিন্ন লোমহর্ষক পন্থায় হত্যা করে৷

এই ছেলেটি৷ একটি মেয়ের পেছনে যখন পঁচিশ লাখ টাকা উড়িয়ে দিলো তখন তার একবিন্দুও খবর হয়নি যে, সে চরমভাবে পতিত হতে চলেছে৷ কারণ সেখানে কিছু সাময়িক প্রাপ্তি ছিলো৷ যথেচ্ছ অভিসারের অবারিত সুযোগ ছিলো৷ কিন্তু গাছের সব পাতা ঝরে যাওয়ার পর বালিকা যখন চোখের সামনেই আরেকজনের হাতে হাত রেখে চলে যেতে লাগলো তখন বাছাধন চোখে সর্ষে ফুল দেখতে থাকে৷

অনেক মানা করেছিলাম, কিন্তু প্রেম যে অন্ধ৷ তবে মজার বিষয় হলো, তখন পঁচিশ লাখ টাকার বন্যায় কন্যা হারিয়ে খবর না হলেও এখন দশলাখ টাকার ঋণের ভারে সে উপলব্ধি করার সুযোগ পেয়েছে৷ কারণ প্রেমের ব্লু হুয়েল থেকে সে এখন হুয়াইট লাইফের পথে চলার অবিরাম যুদ্ধে জয়ী হবার বাস্তবতায় ফিরেছে৷

বাংলাদেশের মানুষের আত্মহত্যার জন্যে ব্লু হুয়েল খেলতে হয় না৷ তাকে তিনটি নেশায় অভ্যস্ত করতে পারলেই হয়:
ক. অবাধ প্রেম৷
খ. উচ্চ বেতনের চাকরির লোভে উচ্চশিক্ষার খরচ যোগাতে প্রয়োজনে অবৈধ উপায়ে আয়৷
গ. শিক্ষার চেয়ে প্রবাসে গিয়ে ডলার কামানোর গুরুত্ব বোঝানো৷

এসব ব্লু হুয়েল থেকে বাঁচার একমাত্র পথ ব্যক্তি ও পারিবারিক জীবনে পূর্ণাঙ্গ দ্বীনের অনুশাসন ও অনুশীলন৷৷

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031