বুধবার, ২৯শে ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৫ হিজরি

দাওরায়ে হাদীস পরীক্ষার্থীদের জরুরী নির্দেশনা ৷


তাকমীল দাওরায়ে হাদীস মারহালার পাস ফেল বিধি

সর্বমোট বিষয় ১০ টি মোট নম্বর ১০ * ১০০ = ১০০০

১. সর্বমোট বিষয় ১০টির কোন একটিতে অকৃতকার্য (ফেল) হলে এবং গ্রেস-এর আওতায় না এলে অকৃতকার্য বলে গণ্য হবে এবং সে হবে “রাসিব”।

২. যে কোন এক বিষয়ে পাস নম্বর (৩৩) না থাকলে সর্বোচ্চ ১০ নম্বর পর্যন্ত গ্রেস পাবে। এরূপ পরীক্ষার্থী পাস বলে গণ্য হবে; তার বিভাগ হবে মাকবূল।

৩. একাধিক বিষয়ে ফেল করলে গ্রেস পাবে না।

৪. শুধু এক বিষয়ে ফেল করলে পরবর্তী বছর পরীক্ষার ফি প্রদান করে ঐ বিষয় পরীক্ষা দেয়া যাবে। একাধিক বিষয়ে ফেল করলে নতুনভাবে নিবন্ধন করে যথানিয়মে সব বিষয় পরীক্ষা দিতে হবে।

৩. পুরুষ ও মহিলাদের ফলাফল আলাদা হবে। পুরুষদের ৪০ (চল্লিশ) জনের মেধা তালিকা হবে, মহিলাদের হবে ১০ (দশ) জনের।

৪. ফলাফল আল-হাইআতুল উলয়ার ওয়েব সাইটে প্রকাশ করা হবে। তারপর আল-হাইআতুল উলয়া ফলাফলের হার্ড (প্রিন্ট) কপি বোর্ডগুলোতে পৌঁছে দেবে আর বোর্ডগুলো নিজ দায়িত্বে স্ব স্ব অধিভুক্ত মাদরাসাগুলোতে পৌঁছে দিবে।

৫. পরীক্ষার্থীদের কারো ফলাফলের ব্যাপারে আপত্তি থাকলে ফলাফল প্রকাশের ৪০ (চল্লিশ) দিনের মধ্যে প্রতি কিতাবের জন্য পরীক্ষার সমপরিমাণ ফি-সহ স্ব স্ব বোর্ডের মাধ্যমে ফলাফল পুনঃবিবেচনার আবেদন করা যাবে।

(শনিবার, মার্চ ৩১, ২০১৮ তারিখে প্রকাশিত হয়েছে।বেফাক ওয়েবসাইট )

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031