শুক্রবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আমদ শফী। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ছেলে মাওলানা আনাস মাদানী।
আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজত আমিরের যে মৃত্যুর গুজব ছড়িয়েছে, তা সঠিক নয়। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছেন। তার চিকিৎসা চলছে।
এর আগে হজমজনিত কারণে সমস্যার কারণে আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ বোধ করায় ১১ এপ্রিল বিকেলে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।