শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একই অ্যাপে একাধিক আইডি ব্যবহার করবেন যেভাবে

Khutbah Tv 

অনেক সময় সোশ্যাল মিডিয়া বা কোনো অনলাইন গেইম খেলতে আমাদের একাধিক আইডি ব‍্যবহারের প্রয়োজন হয়। কিন্তু স্মার্টফোনের একটি অ‍্যাপে একই সময় মাত্র একটি আইডি ব‍্যবহার করা যায়। অন্য আইডি ব‍্যবহার করতে হলে লগআউট করে আবার লগইন করতে হয়।

Default Ad Content Here

এই ঝামেলায় মুক্তি পেতে চাইলে ব্যবহার করতে পারেন ‘নওক্সঅ‍্যাপ’ নামে একটি অ‍্যাপ্লিকেশন। এই অ‍্যাপের সাহায‍্যে ফোন থেকে যেকোনো অ‍্যাপ্লিকেশন ক্লোন করে একাধিক আইডি ব‍্যবহার করা যাবে।

এক নজরে অ‍্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:

১. অ‍্যাপটির সাহায‍্যে পছন্দ মতো যেকোনো অ‍্যাপ্লিকেশনের ক্লোন তৈরি করা যায়।

২. ক্লোন অ‍্যাপগুলোতে একই সঙ্গে একাধিক আইডি দিয়ে একই অ‍্যাপ্লিকেশন চালানো যাবে।

৩. তৈরি ক্লোন অ‍্যাপটি চাইলে আলাদা করে উইজেট হোম পেইজে যুক্ত করা যাবে।

৪. অ‍্যাপটিতে নিরাপত্তা ব‍্যবস্থা রয়েছে, যেন ব‍্যবহারকারীদের তথ‍্য সহজে চুরি না হয়।

৫.অ‍্যাপটিতে রয়েছে কাস্টমাইজ নোটিফিকেশন সুবিধা।

৬.সহজ ও চমৎকার ইন্টারফেস রয়েছে অ‍্যাপটির। মাত্র কয়েক ক্লিকেই অ‍্যাপের ক্লোন করা যাবে।

প্লেস্টোরে ৪.০ রেটিং প্রাপ্ত অ‍্যাপ্লিকেশনটি ইতোমধ্যে ১ লাখের অধিক বার ডাউনলোড হয়েছে। এই ঠিকানা থেকে বিনামূল‍্যে অ‍্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ব‍্যবহার করা যাবে।

Archives

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30