বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
ধর্ষণ আর পোশাক এই নিয়ে তর্কের কিছু নেই। আমরা মোবাইল কিনতে গেলে সাথে কভার নেই যাতে মোবাইলের মতো সম্পদ রক্ষা করা যায়। মেয়েদের শরীর’ও মহামূল্যবান সম্পদ। ঢেকে রাখতে অসুবিধে কি?
তারপরও কথা আছে… মডেল বা নায়িকা অথবা আমি এই কথাগুলো মানি না। পেশাটাই এমন যার নাম বিনোদন। নিয়তি যাইহোক নিয়ত ঠিক রাখার জন্য পোশাক খুব জরুরী।