বুধবার, ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কওমি মাদরাসা.. ঈমান, আমল ও রুহানিয়াতের প্রশিক্ষনশালা।

কওমি মাদরাসা………..
ঈমান, আমল ও রুহানিয়াতের প্রশিক্ষনশালা।
……………………..…………………….
কওমি মাদরাসা গতানুগতিক কোন শিক্ষা প্রতিষ্ঠান নয়। এখানে শব্দের পঠন পাঠন নিছক মাধ্যম মাত্র। মূলত ঈমান আমল ও রুহানিয়াতের প্রশিক্ষণ-অনুশীলনই উদ্দ্যেশ্য। সাধারণ শিক্ষা তোতা পাখির মত কিছু শব্দের উচ্চারণ বৈ অন্য কিছু নয়। বিধায় ব্যক্তি বা বোর্ড কর্তৃক স্বীকৃতি দেয়া যায়। ঈমান, আমল ও রুহানিয়াতের বিষয়ে ব্যক্তি বা বোর্ড স্বীকৃতি দিতে পারে কি করে? তাই কওমি মাদরাসার জাগতিক কোন স্বীকৃতির প্রয়োজন হয় না।
আর এ বিষয়গুলোতে তো কেবল আল্লাহ তায়ালাই স্বীকৃতি দিবেন। এবং তাঁর স্বীকৃতিই আমাদের দুনিয়া ও আখেরাতে কাজে আসবে। অন্য কারো শত স্বীকৃতিও কোন কাজে আসবে না, গ্রহণযোগ্য হবে না।
তারপরও যদি কেউ বাহ্যিক বিবেচনায় মান বা স্বীকৃতি দিতে চায়, ঈমান আমল ও রুহানিয়াত অর্জনে আকাবিরদের প্রণীত নেসাব ও নেজামে তালীমের উপরই দিতে হবে। উসুলে হাশ্তেগানা মেনেই দিতে হবে। আমরা জাগতিক স্বীকৃতির জন্য অনুর্বর মস্তিষ্কের কল্পনাপ্রসূত পথে চলে আল্লাহ জাল্লা জালালুহু-এর স্বীকৃতি হারাতে চাই না।
তাছাড়া যখন এ শিক্ষা কেবল সনদমুখী হবে, শিক্ষা সমাপন করে চাকরি-বাকরি উদ্দ্যেশ্য হবে, তখন আর এটা দ্বীনি শিক্ষা থাকবে না। এটা জাগতিক শিক্ষার পর্যায়ে নেমে আসবে।
সুতরাং, ভেবে চিন্তে পা বাড়াতে হবে। আমাদের একটি ভুলে যেন আকাবিরদের শত বৎসরের মেহনত পানিতে ডুবে না যায়।

Archives

July 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031