ইন্নালিল্লাহ…
রায়বেন্ড ইজতেমায় যাওয়ার পথে
তাবলীগের ২৪সাথী শহীদ।পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি শহরে ইজতেমায় যাবার পথে তাবলীগ জামাতের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে তাৎক্ষণিক ২৪ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬ জন।
খবর আল আরাবিয়া।জানা যায়, পাঞ্জবের চাকওয়াল শহরের পাশে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অস্বাভাবিক গতিতে গাড়ি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়।
এতে ২৪ জন তাবলীগের সাথী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাস্থলে পুলিশের উদ্ধারকর্মীরা তৎপরতা চালাচ্ছেন।
তারা আহতদের বের করে নিকটস্ত হাসপাতালে পাঠিয়েছেন।
আহত ৬৬ জনের মধ্যে ১৩ জনের অবস্থা শঙ্কটাপন্ন।
Default Ad Content Here
জানা যায়, এটি ছিল বিদেশী তাবলীগ জামাতের একটি বাস।
যেটি রায়বেন্ড তাবলীগের ২য় পর্বে ইজতেমায় শরিক হওয়ার জন্য যাচ্ছিল।
আল্লাহ, তাদের মৃত্যুকে আল্লাহর রাস্তায় শাহাদতের মৃত্যু হিসাবে কবুল করুন। আমিন