সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মাদ্রাসা পুড়ে ছাই, চলুন পাশে দাড়াই

মাদ্রাসা পুড়ে ছাই, চলুন পাশে দাড়াই

Default Ad Content Here

মুফতি সাখাওয়াত হোসাইন রাজি 
————————————–
মিরপুর ভাসানটেকে অবস্থিত জামিয়া মোহাম্মদিয়া ও এতিমখানা পুড়ে ভস্ম। মাদ্রাসার জিনিসপত্র থেকে শুরু করে ছাত্রদের আসবাবপত্র কিছুই অবশিষ্ট নেই। গতরাতে পাশের কাঠের দোকান থেকে সূত্রপাত হয় অগ্নিকাণ্ডের। মুহূর্তের মধ্যেই আশপাশের দোকান পুড়ে আগুন পৌঁছে যায় মাদ্রাসা ঘরে। তবে ছাত্র-শিক্ষকরা অক্ষত ও নিরাপদে আছেন।
মূল কথা হলো, আমরা যদি সবাই মিলে একটু মেহনত করি, তাহলে আজই ছাত্রদের মাথা গুজার জায়গা তৈরি হতে পারে। ৫০/১০০ টাকা করে পাঠিয়ে দিলেও দিন শেষে হতে পারে অনেক বড় অংকের টাকা।

Image may contain: night and sky
চলুন তাদের পাশে দাড়াই। একটু কষ্ট করে পাঠিয়ে দেই সামান্য অর্থ বা বিকাশ করি নিম্ন নাম্বারে।
( ভষানটেক জামিয়া মুহাম্মদীয়া মাদ্রাসা, সেভিংস একাউন্ট নম্বর: ১২৬১২২০০০৩৮২৪২ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ঢাকা সেনানিবাস শাখা)
(মুহতামিম: ০১৭১৫-৪২১৫৬১)
(বিকাশ এজেন্ট: ০১৮৪৭-০৭৪৫৭২)

Archives

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30