শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস 

স্ত্রীর পিছনের রাস্তা দিয়ে সহবাস 

Default Ad Content Here

এক ভাই অনেকবার অনুরোধ করেছেন যাতে অামি অাপনার নাম প্রকাশ না করি। যে অাপনি অনেকবার অাপনার স্ত্রীর পায়ূপথে সহবাস করেছেন এখন ভূল বুঝতে পেরেছেন তো অাপনার স্ত্রী এখন কি তালাক হয়ে গিয়েছে? বা তাতে বিবাহের কোন সমস্যা হবে নাতো?

জনাব মুহতারাম
অাপনার একাজটি অতি জঘন্য নোংরা নিকৃষ্ট ঘৃনিত ও বেহায়াপনার কাজ। এটি শরিয়তে যেভাবে নিকৃষ্ট ও ক্ষতিকর ঠিক চিকিৎসা বিজ্ঞানে ও অনেক নিকৃষ্ট ও ক্ষতিকর কাজ।
বর্তমান বিশ্বের পশ্চিমা দেশ গুলিতে এটি একটি সভ্যতা হয়ে দাড়িয়েছে। তারা যোনিপথ থেকে পায়ূপথ কেই বেশি কাজে লাগায় ( নাউযু্বিল্লাহ)
আল্লাহ রাসুল (সঃ) বলেন,
“আল্লাহ আযযা অজাল্লা (কিয়ামতের দিন) সেই ব্যক্তির দিকে তাকিয়েও দেখবেনও না, যে ব্যক্তি কোন পুরুষের মলদ্বারে অথবা কোন স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে।” (তিরমিযী, ইবনে হিব্বান, নাসাঈ, সহিহুল জামে ৭৮০১ নং)

অাপনি চিন্তা করেছেন কত বড় খারাপ কাজ করছেন অাপনি? সাবধান মৃত্যু পর্যন্ত তওবা করুন একাজ ২য়বার অার করবেন না
আবু হুরাইরা (রাদীয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসুল (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) বলেন,
“তার প্রতি আল্লাহ্র লানত যে তার স্ত্রী’র মলদ্বারে সঙ্গম করে ” (মুসনাদে আহমাদ)

এখন যেটা এতদিন করে এসেছেন তাতে অাপনার ও অাপনার স্ত্রীর অনেক ক্ষতি হয়েছে
দুজনেই তাওবা করুন অাপনি করলেন কেন অার অাপনার স্ত্রী দিল কেন?
অনেক সুস্থ বিবেকবান স্ত্রী আছেন যারা এই নোংরা কাজে স্বামীকে বাঁধা দিয়ে অস্মমতি প্রকাশ করে থাকেন, কিন্তু স্বামীরা জোর-জবস্তি কিংবা তালাকের ভয় দেখিয়ে এই কুরুচিপূর্ণ কাজ করে থাকেন। আবার অনেক স্ত্রী’রা যেহেতু লজ্জাশীল, তাই এই ব্যাপারে শারিয়াতের হুকুম সমন্ধে কোন আলেমের নিকট জিজ্ঞাসা করতে লজ্জা পান। আবার অনেক স্বামী এই ব্যাপারে ধোঁকা দিয়ে তাঁদের স্ত্রীদের কে বলেন, এই কাজ হালাল ( নাউযুবিল্লাহ)

একাজ হারাম
একাজ হারাম
একাজ হারাম
অার হারাম কাজের প্রতি শয়তান নেশা বেশি ধরিয়ে দেয়। সেজন্য অাপথ রেখে কুপথে যায়
রাসুল সা: আরো বলেন , “যে ব্যক্তি স্ত্রীর সাথে পিছনের রাস্তা দিয়ে সহবাস করবে সে লা’নত প্রাপ্ত” ( আবু দাউদ ২১৬২ , আহমদ ২/ ৪৪৪, ৪৭৯ )

অতএব’ জিবনে একাজ করবেন না
অার অাপনার স্ত্রী তালাক বা বিবাহে সমস্যা হয়নি। তবে অাপনি সাবধান হোন
একাজ গর্হিত নোংরা অতএব তাওবা খাছ নিয়্যাতে করুন।

সংক্ষিপ্ত ///

অাহকার
মোহাম্মদ বিনইয়ামিন

Archives

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930