রবিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

রোহিঙ্গাদের নিয়ে চমৎকার কিছু পরিকল্পনা – শায়েখ হাসান মুহম্মদ জামিল

আসুন পরামর্শ করি:
—————————–
আমাদের মেহমান রোহিঙ্গা মুহাজির ভাই-বোনদের সহায়তায় নানাজনের নানা আয়োজন। কিন্তু অভিজ্ঞরা কী বলে, কী তাদের প্রয়োজন?
আলোচনা করে আমি কিছু অভিজ্ঞতা পেয়েছি, সে হিসেবেই আমাদের পরিকল্পনা। আমাদের আয়োজন নিয়ে আমি বলি, আপনাদের পরামর্শগুলো শেয়ার করুন, তবেই সুশৃংখলভাবে কাজগুলো আঞ্জাম দেওয়া যাবে ইনশাআল্লাহ।

ক. আমাদের প্রাথমিক টার্গেট একহাজার পেকেট, আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতা বাড়লে টার্গেটও বাড়তে থাকবে ইনশাআল্লাহ।
প্রতি পেকেটে যা থাকছে,
চাল ৩ কেজি, ডাল, পেয়াজ, তেল এক কেজি করে। খেজুর আধা কেজি। বিস্কুট ২৫০ গ্রাম, মিনারেল ওয়াটার এক লিটার।
প্রতি পেকেটের আনুমানিক মূল্য কনভেন্সসহ ৬০০ টাকা।

Default Ad Content Here

খ. পোশাক,
পুরুষদের জন্য একটা শার্ট/পাঞ্জাবী, একটা পেন্ট/পায়জামা/লুঙ্গি, একটা গেঞ্জি, সেন্ডেল। আনুমানিক মূল্য ৫০০ টাকা।
মেয়েদের জন্য, একটা মেক্সি, বড় উড়না, সেন্ডেল। আনুমানিক মূল্য ৩৫০ টাকা।
বাচ্চাদের জন্য, পেন্ট, শার্ট/ মোটা গেঞ্জি, পাঞ্জাবী, সেন্ডেল। আনুমানিক ৩০০ টাকা।

গ. টয়লেট নির্মাণ (অনুদানের পরিমাণের উপর নির্ভর কয়টি হবে) আনুমানিক খরচ বিশহাজার টাকা প্রতিটি।

ঘ. টিউবওয়েল (অনুদানের পরিমাণের উপর নির্ভর) আনুমানিক খরচ বিশহাজার টাকা।

ঙ. মসজিদ নির্মাণ (অনুদানের পরিমাণের উপর নির্ভর) প্রতিটির আনুমানিক খরচ এক লক্ষ টাকা।

চ. ত্রিপল, পলিথিন, প্লাস্টিক রসি, বদনা, বালতি (যতটুকু সম্ভব)

ছ. হালকা ঔষধ। যেমন পেরাসিটামল, সেলাইন, পেভিসন অয়েন্টম্যান্ট……।

আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের পরিকল্পনা।
আপনাদের পরামর্শগুলো শেয়ার করুন। একে অন্যের সহযোগী হবো ইনশাআল্লাহ।

এ ছাড়া দূর থেকে কেউ আমাদের সঙ্গী হতে চাইলে ০১৭৪৩৯৩৫৬৩৩, ০১৭৫০৮০৫৩৪৯ (পার্সোনাল) নম্বরে বিকাশ করতে পারেন।
দেশের বাহির থেকে পাঠাতে চাইলে Md. Hasan Zamil (ন্যাশনাল আইডি নাম) নামে পাঠাতে পারেন। আপনাদের আমানতগুলো যথাস্থানে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

দোয়া চাই, দোয়া করি-আল্লাহ আমাদের সবাইকে আনসারদের মোবারক জামাতের অন্তর্ভূক্ত করে নাও।

Archives

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031