শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৫ হিজরি

স্মার্টফোনের হারানো ডাটা খুঁজে পাবেন যেভাবে

প্রযুক্তি নির্ভর এই যুগে স্মার্টফোন ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই আছে। বর্তমানে এর ব্যবহার শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নেই।

স্মার্টফোন এখন ছবি, রেকর্ড কিংবা তথ্য সংরক্ষণ করার বস্তুতে পরিণত হয়েছে। তবে অনেক সময় নিজের অগোচরেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে প্রিয় ছবিগুলো ডিলিট হয়ে যায়। তখন আফসোস করা ছাড়া উপায় থাকে না! আমরা অনেকেই হয়তো জানি না যে ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো ফিরে পাওয়ার উপায় রয়েছে।
গুগল প্লে-স্টোরে অনেক অ্যাপ রয়েছে যার সাহায্যে আপনি ফিরে পাবেন মুছে যাওয়া ছবিগুলো।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলোর থেকে হারিয়ে যাওয়া ছবি খুঁজে পেতে ‘ডিস্ক ডিগার’ নামের অ্যাপটি বেশ উপযোগী। এটি ব্যবহারেও কোনো টাকা লাগে না।

এছাড়া ‘ডাম্পেসটার ইমেজ অ্যান্ড ভিডিও রিস্টোর’ আরেকটি অ্যাপ। অ্যাপটির মাধ্যমে সহজেই ডিলিট হয়ে যাওয়া ছবি খুঁজে পাবেন আপনি। এর বাড়তি সুবিধা হচ্ছে- এর মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া এমপি-থ্রি এবং ভিডিও ফাইলও খুঁজে পাওয়া যায়। এটির ব্যবহারেও কোনো চার্জ লাগে না।

হারিয়ে যাওয়া ছবি পুনরুদ্ধার করার জন্য আরও আছে ‘রিস্টোর ইমেজ’, ‘ডিগ ডিপ ইমেজ রিকভারি’ ইত্যাদি অ্যাপ।

Archives

March 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031