মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
বিশ্বজুড়ে ইন্টারপোলের সব দফতর থেকে ড. নায়েক সম্পর্কে তথ্য মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। রেড কর্নার নোটিশ বাতিল করার কারণ হিসেবে রাজনৈতিক ও ধর্মীয় পক্ষপাতিত্বের কথাও উল্লেখ করা হয়েছে।’
গত বছরের নভেম্বর জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগে পাঁচ বছর এই সংস্থাটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। জাকির নায়েকের বিরুদ্ধে ইউএপিএ, ১২০ বি, ১৫৩ এ, ২৯৫ এ, ২৯৮ ও ৫০৫ (২) ধারায় মামলা করা হয়। ভারতের তরুণদের ‘মৌলবাদে’ উস্কানি দিয়ে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টার অভিযোগ আনে এনআইএ।
অভিযোগ আনার সময় ভারতে ছিলেন না জাকির নায়েক। এরপর তিনি আর ভারতে ফেরেননি। পরে জানা যায়, তিনি মালয়েশিয়ায় আছেন।
গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়া থেকে জাকির নায়েককে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পথে। শিগগিরই প্রত্যর্পণের জন্য মালয়েশিয়াকে সরকারিভাবে অনুরোধ জানানো হবে। কিন্তু ইন্টারপোলের সিদ্ধান্তে কেন্দ্রের এই প্রয়াস ধাক্কা খেল।
সুত্রঃ নয়াদিগন্ত