সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

২০১৯ সালের বিশ্ব ইজতেমায় দুই পর্বে দেশের ৬৪ জেলা অংশগ্রহণ করবে। নিজ নিজ জেলাতে কোন ইজতেমা হবে না।

২০১৯ সালের বিশ্ব ইজতেমায় দুই পর্বে দেশের ৬৪ জেলা অংশগ্রহণ করবে। নিজ নিজ জেলাতে কোন ইজতেমা হবে না।

বাংলাদেশের দাওয়াত ও তাবলিগের কাকরাইলে সব উলামায়ে শূরা সদস্যরা হযরত মাওলানা জুবায়ের সাহেব(দামাত বারকাতুহুম),মাওলানা রবিউল হক সাহেব(দামাত বারকাতুহুম,) মাওলানা ওমর ফারুক সাহেব (দামাত বারকাতুহুম ) সহ সমস্ত উলামায়ে কেরাম এবং ৬৪ জেলার শুরার বিশেষ মাশাওয়ারা এই সিদ্ধান্ত হয়েছে আজকে।(14-09-2018)
স্থান :- রহিম মেটাল জামে মসজিদ, তেজগাঁও।

Default Ad Content Here

এই বছরের বিশ্ব ইজতেমা শুধু টঙ্গীতে দুই পর্বে হব ইনশাআল্লাহ।
৩২+৩২=৬৪ জেলার ইজতেমা ২ টি পর্বে
প্রথম পর্ব : 18, 19, 20 জানুয়ারী ,
দ্বিতীয় পর্ব 25, 26, 27 জানুয়ারি।)
এবং টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এবং তিন চিল্লার এবং সমস্ত উলামায়ে কেরামের ৫ দিনের জোড় ৭ ডিসেম্বর-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে।
সকলের কাছের দুয়ার আবেদন রইল।

এই বছর বিশ্ব ইজতেমা‌য় ৩২ টি করে দুই পর্বে ৬৪ জেলার মধ্যে কোন জেলা কোন পর্বে থাকবে; তা জেলার তালিকা চুড়ান্ত হওয়ার পর জানানো হবে ইনশাআল্লাহ।

আরো‌ও বিস্তারিত কারগুজারি পরে জানানো হবে ইনশাআল্লাহ।

সবাই মসজিদ‌ওয়ার মেহনত জোর দিয়ে করতে থাকুন এবং সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন।

অনলাইনে ফেসবুকে হাতাহাতি নিজামুদ্দিনে‌র ফেরকার অপপ্রচারের কান দিবেন না।যেকোনো বিষয়ে হক্বানী উলামায়ে কেরামের কাছে জেনে নিন।

২০১৯ সালের বিশ্ব ইজতেমা সফল হোক,আল্লাহ কামিয়াবী দান করুন।আমিন।

সম্ভাব্য তালিকা


Archives

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031