সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মারকাযুত তাকওয়া ঢাকা’র ইফতা বিদায়ী ছাত্রদের উদ্যোগে হামদ নাত ও বক্তৃতা প্রতিযোগিতা


জননন্দিত তরুন আলেমে দ্বীন মুফতী হাবিবুর রহমান মিছবাহ পরিচালিত  মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র ২০১৭/১৮ শিক্ষাবর্ষে ইফতা বিভাগের বিদায়ী ছাত্রদের উদ্যোগে/ইফতা বিভাগের ছাত্রদের বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে হামদ নাত ও বক্তৃতা প্রতিযোগিতা

Default Ad Content Here

সময়ঃ ৫ এপ্রিল ২০১৮ , বৃহস্পতিবার বিকেল ৩টা

স্থান: মারকায অডিটরিয়াম

বাংলা বক্তৃতা
বিষয়: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওলামায়ে কেরামের ভূমিকা

নিয়মাবলী:
১৷ প্রতিযোগীকে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে৷
২৷ প্রতিযোগিতার ২ দিন আগে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে৷
৩৷ প্রতিযোগিতায় বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে৷
৪৷ প্রত্যেক প্রতিযোগীর নির্ধারিত সময় ৫ মিনিট৷

বক্তৃতা পর্বে বিচারক: 
নজরুল গবেষক ও মুক্তিযোদ্ধা
কবি মহিউদ্দীন আকবর
গবেষক আলেম, লেখক-অনুবাদক
 মাওলানা আমীমুল ইহসান

পুরস্কার: 
১ম পুরস্কার ৫০০০ টাকার বই৷
২য় পুরস্কার ৩০০০ টাকার বই৷
৩য় পুরস্কার ২০০০ টাকার বই৷

হামদ নাত 
সবার জন্য উন্মুক্ত

বিচারক:
 হুমায়ুন কবির শাবিব 
পরিচালক, স্বপ্ন সিঁড়ি
 নাঈমুল হক 
পরিচালক, শিহরণ শিল্পীগোষ্ঠী

পুরস্কার: 
১ম পুরস্কার ২০০০ টাকার বই৷
২য় পুরস্কার ১৫০০ টাকার বই৷
৩য় পুরস্কার ১০০০ টাকার বই৷

আয়োজনে: 
২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইফতা বিভাগের বিদায়ী ছাত্রবৃন্দ

 

 বি.দ্র. আগ্রহীদের মারকাযে স্বশরীরে উপস্থিত হয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

যোগাযোগ : যাত্রাবাড়ি-শনিরআখড়া সড়ক, ফ্লাইওভার গেট জামাল মার্কেট (৩য় তলা)। ০১৯৪১-৬৮৬৪৯৫

Archives

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930