শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি

বৃষ্টি-বাদলের দিনে কেমন আছে রোহিঙ্গা শরণার্থীরা?

https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2017/09/01/myanmar-1.jpg/ALTERNATES/w640/Myanmar+1.jpg

আলী আজমঃ চট্টগ্রামে গতকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে থেমে-থেমে মাঝেমধ্যে ভারি বর্ষণ অব্যাহত থাকলেও আজ বিকেল থেকে বৃষ্টির অবস্থা খুবই ভয়াবহ। সাথে যোগ হয়েছে ভয়াবহ জড়ো হাওয়া ও বিরতিহীন ভারি বর্ষণ। রাস্তায় বের হবার সুযোগ নেই। মাঝেমধ্যে ঝড়ো হাওয়া এতো প্রবল আকার ধারণ করছে যে, দালানকোঠাতে বসে থেকেও ভয়ে ভেতরটা থরথর করে কেঁপে উঠছে।
বলা যায় এখানকার মানুষের জনজীবন কার্যত অচল।
.
জড়ো হাওয়া একটু প্রবল আকার ধারণ করতেই আমার ভেতরটা অনিচ্ছায় থরথর করে কেঁপে উঠছে। বাহিরে তাকাতে ভয় হয়। এমতাবস্থায় উঁচুনিচু পাহাড়ি এলাকায় জরাজীর্ণ পলিথিনের ঝুপড়িগুলোতে লাখ-লাখ অসহায় রোহিঙ্গা শরণার্থীরা কীভাবে অবস্থান করছে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। যেখানে সামান্য ঝড়ো বাতাসে দালানকোঠা কেঁপে ওঠার অবস্থা সেখানে পলিথিনের জরাজীর্ণ ঝুপড়ি কতোটা টিকে থাকার ক্ষমতা রাখে?
.
ইয়া আল্লাহ! আমরা গোনাহগার। মাওলা শিকার করছি আমাদের পাপাচার আর নাফরমানি আপনার সহ্যসীমা অতিক্রম করেছে বিধায় আপনি আমাদের উপর নারাজ হয়ে নানানপ্রকার আযাব-গযব প্রদান করছেন। মাওলা! দয়াকরে আমাদের সমস্ত গোনাহকে ক্ষমা করে দিন। আপনার নাফরমানি থেকে আমাদের হেফাজত করুন। ইয়া আল্লাহ! অন্তত আপনার অসহায় সর্বহারা বান্দাদের কথা ভেবে আযাব থেকে মুক্তি দান করুন। আমীন।

Default Ad Content Here

Archives

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031